Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি দর্শনে ভক্তের আবেগী চিঠি


১৭ মে ২০১৯ ১৪:২৪

সান্তিয়াগো আলবেরিওনের ভাগ্যটা সুপ্রসন্নই বলতে হয়। হাঁটতে বেরিয়ে দেখা পেয়েছেন স্বপ্নের তারকা লিওনেল মেসির। শুধু দেখা পাওয়াই নয়, আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে সময় কাটিয়েছেন, ছবি তুলেছেন, জার্সিও উপহার পেয়েছেন আলবেরিওন। এরপর মেসির সঙ্গে তার এই ভক্তের ছবি এবং তার লেখা আবেগী এক চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে শুরু করে।

আচমকা মেসির সঙ্গে রাস্তা দেখা হয়ে যাওয়াটা যেন আলবেরিওন বিশ্বাসই করতে পারছিলেন না। ঘোর কেটে যাওয়ার পর দ্রুতই মেসির সঙ্গে তোলা ছবিটা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন আলবেরিওন। ছবির নিচে জুড়ে দেন লম্বা আবেগী চিঠি। মুহূর্তেই আলবেরিওনের সেই ছবি এবং চিঠি সংবলিত পোস্টটি ভাইরাল।

বিজ্ঞাপন

চিঠিতে কি লিখেছেন আর্জেন্টিনার কর্দোবায় জন্ম নেওয়া আলবেরিওন, দেখে নেওয়া যাক।

‘এটা তাদের জন্য অবিস্মরণীয় একটা দিন, যারা একজন অ্যাথলেটকে বিশ্বাস করে। যদি আপনি মেসিবিরোধী হন, তাহলে কখনোই এই লেখাটা পড়বেন না। আজ আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি পূরণ হয়েছে। লিওনেল আন্দ্রেস মেসির সঙ্গে দেখা হয়েছে আমার। তার সঙ্গে একটা ছবি তোলার সৌভাগ্যও হয়েছে আমার। তার কাছ থেকে আমি এমন একটা উপহার পেয়েছি, যেটি আমার জন্য প্রতীকি এবং ঐতিহাসিক। দীর্ঘ এই অপেক্ষার পর এই সুন্দর মুহূর্তটি এসেছিল আজ ৯টার দিকে বার্সেলোনার ক্যাস্তেলাডেফেলসে।’

‘আমি দেখলাম ছোটোখাটো গড়নের মানুষটি রাস্তা পার হচ্ছে এবং আমার দিকেই এগিয়ে আসছে। আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম। সেকেন্ডে তখন আমার হৃদস্পন্দন বেড়ে ৮ হয়ে যায়। আমার গলা শুকিয়ে যায়। আমার গলার স্বরও অদ্ভূত শোনাচ্ছিল, যখন আমি নিজেকে বলছিলাম, এখানে মাছি চলে এসেছে! হ্যাঁ, তিনি মেসি!!!!!! এর পর অনেক সম্মানের সঙ্গে বলি, আমি কি আপনার সঙ্গে একটা ছবি তুলতে পারি। তার নির্জনতা ভঙ্গের জন্য আমি ক্ষমাও প্রার্থনা করি। মুখে হাসি ফুটিয়ে তিনি আমার অনুরোধ রাখেন। তিনি বলতে থাকেন, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, তুমি আমাকে বিরক্ত করছ না। এর পর তিনি তার স্বাক্ষর সংবলিত একটা জার্সি আমাকে উপহার দেন এবং জানতে চান, আমি কর্দোবা থেকে এসেছি কি না।’

বিজ্ঞাপন

‘আমি তাকে আরও একটা প্রশ্ন করি। তিনি আমাকে লক্ষ করেছিলেন কী না। মেসি অত্যন্ত বিনয়ের সঙ্গে উঁচু স্বরে হেসে সে বলেন, হ্যাঁ। এর পর আমি আবারও তাকে ধন্যবাদ জানাই এবং তাকে বিরক্ত করার জন্য আরেকবার ক্ষমা চাই। হাসি মুখে তিনি আবারও বলেন, চিন্তা করো না, নিজের যত্ন নিও। এরপর তিনি আমাকে বুকে জড়িয়ে নেন এবং আমার সঙ্গে করমর্দন করে। এর পর তিনি বাড়ির দিকে চলে যান।’

‘পুরো ঘটনাটি ঘটে যায় প্রায় ৬০ সেকেন্ডের মধ্যে। কিন্তু আমার মনে হচ্ছিল, যেন অনন্তকাল। স্পষ্টতই মনে আছে আমি কেঁদেছি। বিশ্বাসই হচ্ছিল না, পরে আমি আবেগ দিয়ে চিৎকার করে বলতে থাকি, আমি সর্বকালের সেরা খেলোয়াড়ের সাথে দেখা করেছি (এটা আমার ব্যক্তিগত মতামত, বিতর্ক এড়ানোর জন্য)। আজ আমি আমার স্বপ্ন পূরণ করেছি। আমি বুঝতে পারছি মেসির সাথে দেখা করে আজ আমি সবচেয়ে সুখি লোক। আমি আপনাকে ভালোবাসি, একজন আর্জেন্টাইন হওয়ায় আপনাকে ধন্যবাদ।’

সারাবাংলা/এমআরপি

** বার্সা, ইউনাইটেডকে পেছেন ফেলে শীর্ষে রিয়াল

আর্জেন্টিনা বার্সেলোনা ভক্ত মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর