Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ১৮ টাইগার


১৬ মে ২০১৯ ১৮:১৪

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরের জন্য নিলামে ওঠা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে এবার রেকর্ড সংখ্যক ক্রিকেটারের নাম জমা পড়েছে। ২০টি দেশের ৫৩৬ ক্রিকেটারকে রাখা হয়েছে প্লেয়ার্স ড্রাফটে। যেখানে বাংলাদেশের ১৮ ক্রিকেটারের নাম আছে।

২০১৯ সিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে লন্ডনে, ২২ মে। প্রতিটি দলে কমপক্ষে তিন জন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার থাকতে হবে। ভারত থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন অলরাউন্ডার ইরফান পাঠান।

বিজ্ঞাপন

সিপিএলের সপ্তম আসরের প্লেয়ার্স ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের ৮৩ জন, দক্ষিণ আফ্রিকার ৪৮ জন, ইংল্যান্ডের ৪১ জন, আফগানিস্তানের ৩৫ জন, শ্রীলঙ্কার ৩৪ জন, নিউজিল্যান্ডের ২৩ জন ও অস্ট্রেলিয়ার ১৮ জন, যুক্তরাষ্ট্রের ১২ জন, কানাডার ১২ জন, জিম্বাবুয়ের ১০ জন, হংকংয়ের ৫ জন, আয়ারল্যান্ডের ৪ জন, নেপালের ৪ জন, কেনিয়ার ৪ জন, স্কটল্যান্ডের ৩ জন, আরব আমিরাতের ২ জন, বারমুডার ২ জন ও ওমানের ২ জন ক্রিকেটার ড্রাফটে সুযোগ পেয়েছেন।

তালিকায় থাকা বাংলাদেশি ক্রিকেটার:
তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, লিটন দাস, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, জুবায়ের হোসেন লিখন, তামিম ইকবাল, ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, আবুল হাসান রাজু, মাহমুদউল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন।

সারাবাংলা/এমআরপি

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ টাইগার বাংলাদেশ সিপিএল

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর