বিশ্বকাপে পুরনো মোস্তাফিজকে দেখতে চান ওয়াসিম
১৫ মে ২০১৯ ১৯:৪০ | আপডেট: ২২ মে ২০১৯ ১৩:২৮
২০১৯ সালে অনেকটা বর্ণহীন মোস্তাফিজকে দেখছে ক্রিকেট বিশ্ব। ত্রিদেশীয় সিরিজের আগে খেলা শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে বিলিয়েছিলেন ৯৩ রান, বিনিময়ে দুই উইকেট। চলতি ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন অত্যাধিক খরুচে। ১০ ওভারে ৮৪ রান খুইয়ে নিয়েছিলেন দুই উইকেট।
এরই জের ধরে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ওয়াসিম জানালেন, ‘বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে মোস্তাফিজুর রহমান আছে। যার ভিন্ন ভিন্ন ধরণের ডেলিভারি দেওয়ার সক্ষমতা রয়েছে। তার ডেলিভারিতে আছে স্লোয়ার, বাউন্সার এবং ইয়র্কারের মতো অস্ত্র। কিন্তু ফিজের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়।’
ছন্দে না থাকার বিষয়টা স্মরণ করিয়ে দেয়ার পাশাপাশি ওয়াসিম এটাও বিশ্বাস করেন ফিজ বিশ্বকাপে স্বরূপে ফিরবেন। ওয়াসিম যোগ করেন, ‘আমি আশা করি বিশ্বকাপে মোস্তাফিজ তার সেরা ছন্দে ফিরবে এবং আমরা শেষ দশ ওভারে তার বিস্ময়কর বোলিং দেখতে পারব।’
তবে আশার বাণী হচ্ছে ফর্মহীনতায় ভোগা মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সব শেষ ম্যাচে ৪৩ রান খরচ করে ৪ উইকেট নেন। এদিন তিনি ম্যাচ সেরাও নির্বাচিত হন। তাই বিশ্বকাপের আগে কাটার মাস্টারকে স্বরূপে ফিরে পাওয়ার আশা অনেকেই দেখছেন।
সারাবাংলা/টিএম৬/এমআরপি