Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিল্ডিং সাব্বিরের প্যাশন


১৫ মে ২০১৯ ১৯:৩৬

আলোচনা-সমালোচনা থাকলেও বাংলাদেশের সেরা ফিল্ডারের কথা উঠলেই অকপটে সাব্বির রহমানের নাম সামনে চলে আসে। সীমানার কাছাকাছি হোক কিংবা উইকেটের আশেপাশে, সব জায়গাতেই সাব্বিরই বাংলাদেশের সেরা ফিল্ডার। কারণ খুবই সাধারণ, সাব্বির ব্যাটিংয়ের মতো ফিল্ডিংও একই রকম উপভোগ করেন।

নিজের ফিল্ডিং নিয়ে কথা বলতে গিয়ে সাব্বির জানান, ‘ফিল্ডিং আমার প্যাশন, খেলার মধ্যে আমি ফিল্ডিং করতে পছন্দ করি। ব্যাটিংয়ের থেকে ফিল্ডিং কোনো অংশে কম গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। ম্যাচ হোক কিংবা অনুশীলন, ফিল্ডিং আমার জন্য একটা উপভোগ্য বিষয়। আমার ফিল্ডিং ভালো না হলে কিছুই ভালো হয় না, ফিল্ডিং ভালো হলে সবকিছু ঠিকঠাক মনে হয়।’

বিজ্ঞাপন

ক্রিকেটে মাঠের মানের সাথে ফিল্ডিংয়ের মান সরাসরি সম্পর্কিত। মাঠ ভালো হলে ফিল্ডিংও ভালো হয়। দেশের মাঠ নিয়ে অসন্তুষ্টির জায়গা রয়েছে সাব্বিরের। বর্তমানে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নিয়ে ব্যস্ত থাকা সাব্বির জানান, ‘এখানকার মাঠ গুলো দেখুন, এরকম মাঠে ডাইভ দিতে স্বাভাবিকভাবেই আপনি অনুপ্রাণিত হবেন। কিন্তু আমাদের দেশের ক্লাব গুলোতে এমন মাঠ নেই। ওসব মাঠে ফিল্ডিং করা খুবই কষ্টকর। কিন্তু যেহেতু ফিল্ডিং আমার প্যাশন, তাই আমি এটা নিয়ে কঠোর পরিশ্রম করি।’

আধুনিক ক্রিকেটে বিশেষ করে সংক্ষিপ্ত ফরম্যাটে ফিল্ডিংয়ের গুরুত্ব কম নয়। চটপটে ফিল্ডিংয়ের মাধ্যমে ১০-১৫ রান বাঁচাতে পারলে অনেক সময় খেলা হাতের মুঠোয় চলে আসে। এছাড়া বাউন্ডারির কিনারায় একটা ক্যাচ কিংবা ডাইভ দিয়ে বল আটকে একটা রান আউট পুরো ম্যাচেরই মোড় ঘুরিয়ে দিতে পারে। অথচ ফিল্ডিংকে নাকি এখনও অনেকসময় খাটো চোখে দেখা হয় বলে জানান সাব্বির।

বিজ্ঞাপন

তিনি যোগ করেন, ‘অনেকসময় ফিল্ডিংকে ব্যাটিং অথবা বোলিংয়ের মতো গুরুত্ব দেয়া হয় না। কিন্তু আমি সবসময় একে সমান গুরুত্ব দিয়েছি। আমি ডাইভ দিতে পছন্দ করি। মাঠের ভেতর দ্রুতগতি আর ডাইভ স্বয়ংক্রিয় ভাবেই চলে আসে।’

সারাবাংলা/টিএম৬/এমআরপি

টাইগার ফিল্ডিং সাব্বির

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর