ইংলিশ লিগ জিতেও চ্যাম্পিয়ন্স লিগে নিষিদ্ধ?
১৪ মে ২০১৯ ১৪:৫৬ | আপডেট: ১৪ মে ২০১৯ ১৮:৩২
ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের উল্লাস এখনো শেষ হয়নি ম্যানচেস্টার সিটির। আর তার আগেই দুঃসংবাদ হাজির তাদের দরজায়। চ্যাম্পিয়ন্স লিগ থেকে এক মৌসুমের জন্য নিষিদ্ধ হতে পারে সিটিজেনরা।
২০১৪ সালে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা সিটিকে ৪৯ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল। ফাইনান্সিয়াল ফেয়ার প্লে নীতিমালা ভঙ্গ করার জন্য এই জরিমানা করা হয়েছিল সিটিকে।
তবে সে যাত্রায় কেবল জরিমানা দিয়ে পার পেয়ে গেলেও এবার নিষিদ্ধ হওয়ার সম্ভবনা রয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। তবে নিষেধাজ্ঞা জারি হলেও আপিল করতে পারবে সিটিজেনরা।
উয়েফার ফেয়ার প্লে কমিটির তদন্ত থেকে বেরিয়ে আসে নানান তথ্য। বিজ্ঞাপনদাতাদের চুক্তিগুলোকে বাজারের মূল্য থেকেও বেশি দেখিয়েছে সিটির কর্মকর্তারা। এভাবে অতিরিক্ত টাকা ক্লাবে যোগ করেছেন ম্যানচেস্টার সিটির মালিক শেখ মনসুর।
বেলজিয়ামের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বর্তমান উয়েফার ফেয়ার প্লে তদন্ত কমিটির প্রধান ইয়াভেস লেটারমে। তদন্ত করে উয়েফার কাছে নিজের তদন্ত রিপোর্ট প্রদান করেছেন। আগামী কয়েকদিনের ভেতরেই সিটির ভবিষ্যৎ নির্ধারণ করবেন তিনি।
তিনি এবং তার কমিটির পরামর্শ হলো সিটিকে ইউরোপের সব থেকে সম্মানজনক টুর্নামেন্ট থেকে কমপক্ষে এক বছরের জন্য নিষিদ্ধ করা হোক। আর এটিই সিটির জন্য সব থেকে বড় শাস্তি হবে বলে মনে করেন লেটারমে।
তবে এ ব্যাপারে সিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এ ধরনের সব অভিযোগ মিথ্যা। আর জার্মান ভিত্তিক ফুটবল সংবাদ মাধ্যম তথ্য প্রমাণ সহ সিটির এই দুর্নীতি প্রকাশ করলে নতুন করে শেখ মনসুরের ক্লাবের বিরুদ্ধে তদন্ত শুরু করে উয়েফা।
সিটিজেনরা নিষেধাজ্ঞার সম্মুখীন হলেও তা আগামী মৌসুম থেকে কার্যকর হবে না। কারণ নিষেধাজ্ঞা দিলে সিটির আপিল করার সুযোগ থাকবে। এবং প্রয়োজনে তারা খেলাধুলা ভিত্তিক কোর্টের শরণাপন্ন হতে পারবে।
চ্যাম্পিয়ন্স লিগে কেবল এক মৌসুম নিষেধাজ্ঞায় নয়, সাথে যোগ হতে পারে ফুটবলার কেনা বেচার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা।
সারাবাংলা/এসএস
উয়েফা ফেয়ার প্লে চ্যাম্পিয়ন্স লিগ নিষেধাজ্ঞা ম্যানচেস্টার সিটি