Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাদা পোশাকেই স্বাচ্ছন্দ বোধ সাদমানের


১৩ মে ২০১৯ ১৭:২১

রঙিন পোশাকে নয়, লাল-সবুজের হয়ে সাদা পোশাকে খেলতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তরুণ তুর্কি ওপেনার সাদমান ইসলাম অনিক। ওপেনিংমে নেমে দায়িত্বশীল ব্যাটে দলকে লড়াকু সংগ্রহ এনে দিতে তার অবিরাম প্রচেষ্টা ক্যারিয়ারের শুরু থেকেই দৃশ্যমান। তবে, যদি কখনো সংক্ষিপ্ত সংস্করণে সুযোগ হয় সেখানেও দৃঢ় ব্যাটে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দেবেন সাদমান।

রোববার (১৩ মে) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘অবশ্যই টেস্ট খেলতে স্বাচ্ছন্দ বোধ করি। যদি কখনো ওয়ানডে বা টি-য়োন্টিতে সুযোগ হয়, আমি যদি নিজেকে প্রমাণ করি তাহলে ওখানকার জন্যও নিজেকে প্রস্তুত করার চেষ্টা করব। মেইনলি আমি যেহেতু টেস্ট নিয়ে চিন্তা করি, আমি এখানেই থাকব।’

বিজ্ঞাপন

বলা বাহুল্যই হবে বাংলাদেশের হয়ে রঙিন জার্সি গায়ে এখনো সাদমানের নামা হয়নি। যে ক’টি ম্যাচ খেলেছেন তা সাদা পোশাকেই। গেল বছরের ডিসেম্বরে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু করা এই বাঁহাতি ওপেনার এরই মধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছেন।

সাদমানের অভিষেকের পর বাংলাদেশ দল যে ক’টি টেস্ট ম্যাচ খেলেছে প্রতিটিতেই তার ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শৈল্পিক ব্যাট হাতে সেই আস্থার প্রতিদান তিনি বেশ ভালোভাবেই দিয়েছেন। তিন ম্যাচে তার রান ১৯৬, গড় ৩৬.৬০। ক্যারিবিয়ানদের বিপক্ষে অভিষেক টেস্টে নেমেই করেছেন ৭৬ রান। নিউজিল্যান্ড সফরে আহামরি কিছু করে দেখাতে পারেননি সত্যি, কিন্তু ব্যাটসম্যানদের ওই বধ্যভূমিতে তার ব্যাটিং স্টাইল, শর্টসের বৈচিত্রময়তা এবং টেস্ট মেজাজ ছিল নজরকাড়া।

বিজ্ঞাপন

‘সকাল দেখেই দিন বোঝা যায়’ বাংলাদেশ টিম ম্যানেজন্ট হয়তো এত স্বল্প ম্যাচে তাকে দেখেই বুঝে নিয়েছে, আর কেউ নয়, তামিমম ইকবালের সঙ্গে ইনিংসের গোড়াপত্তনের মতো গুরুদায়িত্ব তার কাঁধেই তুলে দেওয়া যায়।

তবে পরিবর্তিত পরিস্থিতির জন্যও নিজেকে প্রস্তুত রাখছেন সাদমান। জুলাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে সিরিজকে সামনে রেখে তাকে ২৪ সদস্যের দলে রেখেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সেখানে মূল স্কোয়াড ও একাদশে সুযোগ মিললে টেস্টের মতো জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত সংক্ষরণে ওপেনিংয়ের পথ তৈরি করে নেবেন বলেও জানিয়ে রাখলেন। কিছুটা শীতল চরিত্রের হওয়ায় বিষয়টি নিয়ে তার মধ্যে কোনো তাড়া লক্ষ্য করা গেল না।

সাদমানের কথায়, ‘সেটা নিয়ে এখন অতটা চিন্তা করি না। হয়তো প্রিমিয়ার লিগে একটু বদলানোর চেষ্টা করেছিলাম। প্রিমিয়ার লিগ রানের খেলা। তাই এখানে কীভাবে আস্তে আস্তে উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবছি। আর অফ সিজনে আমি চেষ্টা করব কীভাবে ওয়ানডে ও টেস্টে নিজেকে প্রস্তুত করা যায়।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

ওপেনার টেস্ট সাদমান ইসলাম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর