অপেক্ষার অবসান ঘটালেন হ্যাজার্ড!
১৩ মে ২০১৯ ১১:১৩ | আপডেট: ১৩ মে ২০১৯ ১৪:১০
ইংলিশ লিগে মৌসুমের শেষ ম্যাচ ড্র দিয়ে শেষ করেছে চেলসি। আর এর থেকে বড় ধাক্কা চেলসি সমর্থকদের দিয়েছেন তারকা ফুটবলার এডেন হ্যাজার্ড। নিজের ভবিষ্যৎ সম্পর্কে সংবাদ সম্মেলনে কথা বলেছেন খোলাখুলি।
আন্তর্জাতিক গণমাধ্যমে হ্যাজার্ডের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন বেশ আগে থেকেই। তবে এ নিয়ে সরাসরি কোন কথা বলেননি বেলজিয়ান এই ফরোয়ার্ড। তবে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলার পরে সব খোলাসা করলেন তিনি।
হ্যাজার্ড বলেন, ‘হ্যাঁ আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি চেয়েছিলাম মৌসুমের শুরুতেই খোলাখুলি কথা বলতে কিন্তু তা হয়নি। আর আমি এখন শুধু অপেক্ষা করছি সবার মতো।’
লিগে তৃতীয় স্থানে থেকে শেষ করেছে চেলসি। আর তাতেই নিশ্চিত পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্থান। তবে এতেও মন গলছে না হ্যাজার্ডের। এ সম্পর্কে হ্যাজার্ড বলেন।
চেলসির চ্যাম্পিয়নস লিগে জায়গা পাকা হয়েছে এতে কি আপনি এখানে থাকবেন বলে মত পরিবর্তন করবেন?
হ্যাজার্ড উত্তরে বলেন, ‘না, আমি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার ভবিষ্যৎ সম্পর্কে।’
রিয়াল এ মৌসুমে নিজেদের প্রথম বড় সাইনিং যে হ্যাজার্ডকেই করাবেন তা এখন পরিষ্কার। বাকি শুধু এখন আনুষ্ঠানিকতার।
সারাবাংলা/এসএস