Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাদালের বিদায়, ফাইনালে জোকোভিচ


১২ মে ২০১৯ ১৩:৪৪

রেকর্ড ১২তম বার মাদ্রিদ ওপেন জয়ের স্বপ্ন শেষ হয়ে গেল রাফায়েল নাদালের। বয়সের সাথে সাথে হারিয়ে ফেলছেন জৌলুসটাও। তাই তো প্রিয় ক্লে কোর্ট থেকেও সেমি ফাইনাল থেকে বিদায় নিতে হচ্ছে।

লাল কোর্টের রাজা বলেই ভাবা হয় নাদালকে। আর এবার সেই দাপুটের সাথেই উঠে এসেছিলেন সেমি ফাইনালে। সেমিতে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষই পেয়েছিলেন নাদাল।

গ্রীসের ২০ বছর বয়সী তরুণ সিটসিপাসের কাছে ৬-৪, ২-৬ ও ৬-৩ সেটে হেরে বিদায় নিয়েছেন ১১বার মাদ্রিদ ওপেন জয়ী এই তারকা।

আর অন্যদিকে জোকোভিচ চলে গেছেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের আরও কাছে। ডমিনিখ থিয়ামকে ৭-৬, ৭-৬ সেটে হারিয়ে ফাইনালে উঠে যান এই সার্বিয়ান তারকা।

ফ্রেঞ্চ ওপেন জিতলেই নিজেকে ছাড়িয়ে ১৬ গ্র্যান্ড স্ল্যাম জয় করবেন সার্বিয়ান।

 

সারাবাংলা/এসএস

টেনিস নোভাক জোকোভিচ ফ্রেঞ্চ ওপেন রাফায়েল নাদাল সার্বিয়ান জোকোভিচ স্প্যানিশ টেনিস তারকা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর