জাহানারার ডেলিভারিটিই মেয়েদের আইপিএলের সেরা
১২ মে ২০১৯ ১৩:১৭ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:০৩
মেয়েদের আইপিএলে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন জাহানারা আলম। ফাইনালে তার দল হারলেও দারুণ পারফরম্যান্স করেছেন এই টাইগার ক্রিকেটার।
নারীদের আইপিএলে ভেলোসিটিতে দুই ম্যাচ খেলেছেন জাহানারা। প্রথম ম্যাচেই দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। তবে ফাইনালে দারুণ বোলিং করেও দলকে জেতাতে পারেননি শিরোপা।
তার নাম আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছে ঘটা করে। এবারের নারী আইপিএলের সেরা বলটি যে করেছেন এই টাইগার ক্রিকেটার।
এ সম্পর্কে জাহানারা বলেন, ‘একজন পেসার বোলার হিসেবে এটা অনেক গর্বের। আমি হয়তো আরও ভাল করতে পারতাম। এখানে খেলার সুযোগ পেয়ে আমি অনেক খুশি।’
তিনি আরও যোগ করেন, ‘সুপারনোভাকে অভিনন্দন চ্যাম্পিয়ন হওয়ার জন্য। পরেরবার আমি চেষ্টা করবো দলের হয়ে শিরোপা জিততে।’
আগে ব্যাট করে জাহানারার দল সুপারনোভা ১২১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে সুপারনোভাস জয় পায় ৪ উইকেটে।
নির্ধারিত চার ওভার বল করে জাহানারা ২১ রান দিয়ে তুলে নেন দুইটি মূল্যবান উইকেট। তবে দলের বাকিরা তাদের ভূমিকা পালনে ব্যর্থ হলে শিরোপা হাতছাড়া হয় জাহানারার দল ভেলোসিটির।
সারাবাংলা/এসএস