Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নেই: তুখেল


১২ মে ২০১৯ ১২:২৮

শনিবার ফ্রেঞ্চ লীগ ওয়ানে অ্যাঙ্গার্সের বিপক্ষে ২-১ গোলের জয় পায় পিএসজি। ম্যাচে পিএসজির হয়ে এক গোল এবং এক এসিস্ট করেন নেইমার জুনিয়র। তবে এমন পারফরম্যান্স করার পরেও সমালোচনার শিকার হয়েছেন এই ব্রাজিলিয়ান।

লিগে তিন ম্যাচের ব্যান শুরুর আগে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নামেন নেইমার। আর মৌসুমের শেষ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেই শেষ করলেন মৌসুম।

ম্যাচ শেষে পিএসজি কোচ থমাস তুখেল সংবাদ সম্মেলন সাংবাদিকদের নান প্রশ্নের জবাব দেন।

তুখেল বলেন, ‘নেইমার দারুণ একজন ফুটবলার। খেলার মাঠে সৃজনশীলতার দিক দিয়ে সে একজন নেতা। তবে আমাদের দলে সিলভা এবং মার্কুইনোস অধিনায়ক হিসেবে আছে। তাই আমাদের আর কোন অধিনায়কের প্রয়োজন নেই।’

নেইমারের অধিনায়ক হওয়ার যোগ্যতা আছে কিনা সে সম্পর্কে জিজ্ঞাসা করলে তুখেল বলেন, ‘নেইমার দারুণ ফুটবলার হলেও তার ভেতরে অধিনায়কত্ব করার মতো গুণাবলির অভাব আছে।’

কোপা দে ফ্রান্সের ফাইনালে হারের পর এক সমর্থকের গায়ে হাত তোলেন নেইমার। আর তার পরিপ্রেক্ষিতে নানান সমালোচনার সামনে পড়তে হচ্ছে নেইমারকে। ফ্রান্স ফুটবল এ্যাসিয়েশন নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞাও দিয়েছে।

আর নিষেধাজ্ঞা শুরুর আগে এটিই ছিল চলতি মৌসুমে নেইমারের শেষ ম্যাচ।

সারাবাংলা/এসএস

নিষেধাজ্ঞা নেইমার জুনিয়র পিএসজি লীগ ওয়ান