Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তবে কি চীনেই যাচ্ছেন বেল?


১১ মে ২০১৯ ১৩:৪০ | আপডেট: ১১ মে ২০১৯ ১৫:১৪

টটেনহ্যাম থেকে ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন গ্যারেথ বেল। প্রথম মৌসুমেই জিতে নিয়েছিলেন বার্নাব্যুর দর্শকদের মন। তবে গেল কয়েক মৌসুমের বাজে পারফরম্যান্সে সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে রিয়াল ছাড়ছেন বেল।

বার্সেলোনার বিপক্ষে কোপা দেলরের ফাইনালে ঐতিহাসিক সেই গোল। অথবা বায়ার্ন মিউনিখের বিপক্ষে ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙা গোলের এসিস্ট। সেই গ্যারেথ বেল যেন মিলিয়ে গেছেন হাওয়ায়।

বিজ্ঞাপন

যতটা আশা নিয়ে হান্ড্রেড মিলিয়ন ম্যানকে বার্নাব্যুতে ভিড়িয়েছিল রিয়াল। তার সম্পূর্ণটা পূরণ করতে পারেননি তিনি। তবে রিয়ালে কাটানো ছয় মৌসুমে জিতেছেন সম্ভাব্য সব শিরোপা।

টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়ের শেষবারে লিভারপুলের বিপক্ষে ফাইনালে করেছিলেন জোড়া গোল। আর ২০১৪ সালে দশম চ্যাম্পিয়নস লিগ জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে গোলও করেছিলেন।

তবে গেল তিন মৌসুমে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেননি ওয়েলশ উইজার্ড খ্যাত গ্যারেথ বেল। তাই তো গ্যালাক্টিকো সমর্থকেরা আর এক মুহূর্তও বেলকে দেখতে চাননা সাদা জার্সিতে।

তাহলে কোন দলে পাড়ি জমাচ্ছেন এই ব্রিটিশ ফুটবলার? সাবেক টটেনহ্যাম ফুটবলার টিম শেরউড সেই জবাবটাই দিয়েছেন। ‘ইংলিশের লিগের কোন দলে যোগ দেওয়ার থেকে চায়নাতে যাওয়ার সম্ভবনায় বেশি বেলের।’ এমনটাই জানিয়েছেন তিনি।

মৌসুমের অর্ধেকের বেশি সময় ইনজুরি আক্রান্ত থাকেন এই ওয়েলশ ফুটবলার। আর এ কারণেই ইউরোপের সেরা ক্লাবগুলো বেলের প্রতি আগ্রহী নয়। আর সে সাথে তার ১৫ মিলিয়ন ইউরোর পাহাড়সম বেতন তো রয়েছেই।

বিজ্ঞাপন

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর জিনেদিন জিদান পরিষ্কার ভাবে জানিয়েছেন দলে জায়গা পাবেন না বেল। আর নতুন ঠিকানাও খুঁজে নেওয়ার কথাও বলেছেন তাকে।

দল বদলের মৌসুম পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে গ্যারেথ বেলের সম্ভাব্য নতুন ঠিকানা জানার জন্য। তবে ইংলিশ লিগের ক্লাবের থেকে চায়নার কোন ক্লাবে যাওয়ার সম্ভবনাটায় ভাসছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে।

সারাবাংলা/এসএস

গ্যারেথ বেল ট্রান্সফার রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর