Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রহমতগঞ্জের বিপক্ষে সাইফের কষ্টের জয়


১০ মে ২০১৯ ২১:১৮

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসরের দ্বিতীয় লেগের প্রথম ম্যাচে কষ্টের জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। রহমতগঞ্জ এমএফসিকে ২-১ ব্যবধানে হারিয়েছে জোনাথন ম্যাকেনস্ট্রির শিষ্যরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (১০ মে) সন্ধ্যায় শুরু হওয়া লিগের ১৩তম রাউন্ডের ম্যাচে পুরান ঢাকার ক্লাবটিকে হারিয়েছে সাইফ স্পোর্টিং। সাইফের হয়ে দুটি গোল করেন ড্যানিয়েল কর্দোবা ও জামাল ভুঁইয়া। রহমতগঞ্জের একমাত্র গোলটি করেন এনামুল ইসলাম।

বিজ্ঞাপন

ম্যাচটা একতরফা হতে পারতো। ম্যাচের ১২ ও ১৪ মিনিটে দুটি গোল করে ম্যাচটাকে একপেশে করে ফেলছিলো সাইফ শিবির। ১২ মিনিটে ইয়াসির আরাফাতের কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান ড্যানিয়েল কর্দোবা। তার গোলেই সাইফের এগিয়ে যাওয়া। এই গোলের রেশ কাটতে না কাটতেই ডি বক্সের বাইরে থেকে বুলেট শটে বল জালে জড়ান সাইফ অধিনায়ক জামাল ভুঁইয়া। তাতেই ব্যবধান দ্বিগুণ।

জোড়া গোল হজম করে রহমতগঞ্জ যেন আরও ক্ষেপে যায়। দ্বিতীয়ার্ধে সাইফের রক্ষণ শিবিরে চাপ সৃষ্টি করে পুরান ঢাকার দলটি। ৫৫ মিনিটে ফলও পেয়ে যায় হাতে নাতে। এবার গোলের যোগানদাতা মোহামেডান থেকে রহমগঞ্জে আসা ল্যান্ডিং ডারবোয়ে। তার শট সাইফ গোলরক্ষক সাইফুল ইসলামের হাত ফসকে গিয়ে পড়ে এনামুলের শরীরে। সেটিকে জালে ঠেলে দিয়ে ব্যবধান কমায় রহমতগঞ্জ।

ড্র করেই মাঠ ছাড়তে পারতো রহমতগঞ্জ। ম্যাচের অতিরিক্ত সময়ে একটা সুবর্ণ সুযোগ নষ্ট করে রহমতগঞ্জের আক্রমণভাগের ফুটবলাররা। তিন-চারজন মিলে কাজে লাগাতে পারেননি সহজ সুযোগ।

তাতেই ম্যাচটা হারাতে হয়েছে রহমতগঞ্জকে। তিন পয়েন্ট নিয়ে অ্যাওয়ে ম্যাচ জিতে নিয়েছে সাইফ স্পোর্টিং। পয়েন্ট তালিকায় এ জয়ে ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে সাইফরা। সমান সংখ্যক ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে নয়ে রহমতগঞ্জ এমএফসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) রহমতগঞ্জ এমএফসি সাইফ স্পোর্টিং ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর