Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মিথের ব্যাটে প্রস্তুতি সিরিজ জয় অজিদের


১০ মে ২০১৯ ১৯:৪২ | আপডেট: ১১ মে ২০১৯ ১৩:১০

নিষেধাজ্ঞা কাটিয়ে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি সিরিজ দিয়েই বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।

বিশ্বকাপের আগে এটিই প্রস্তুতির শেষ সুযোগ। আর এই সুযোগকে লুফে নিয়েছেন সাবেক অজি অধিনায়ক স্টিভ স্মিথ। আর তার ব্যাটিংয়ে ভর করে কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় অজিদের।

ব্রিসবেনে প্রস্তুতি সিরিজের তৃতীয় এবং শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় এ দু’দল। আগে ব্যাট করে অজিদের সামনে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা।

জবাবে ব্যাট করতে নেমে স্টিভ স্মিথের অপরাজিত ৯১ এবং গ্লেন ম্যাক্সওয়েলের ৭০ রানে ২৪৮ রান তোলার পর বৃষ্টি শুরু হয়। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া ম্যাচ জিতে নেয় ১৬ রানে।

তবে সব কিছুকে ছাড়িয়ে স্মিথের রানে ফেরা। অধিনায়ক অ্যারণ ফিঞ্চের মতে, ‘স্মিথকে দেখে মনেই হচ্ছে না সে এত দিন দলের বাইরে ছিল।’

স্মিথের রানে ফেরাটা অজিদের জন্যই সুখবর। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বড় ভূমিকা রাখবে সাবেক এই অজি অধিনায়ক।

সারাবাংলা/এসএস

অস্ট্রেলিয়া ক্রিকেট নিউজিল্যান্ড বিশ্বকাপ প্রস্তুতি স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর