Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্সায় আসছেন ডি লিট ‘কিন্তু’


১০ মে ২০১৯ ১৭:৫৫ | আপডেট: ১০ মে ২০১৯ ১৮:০৫

আয়াক্স রূপকথার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ১৯ বছর বয়সী ডি লিট। ইউরোপের ক্লাবগুলো এই তরুণকে ক্লাবে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। তবে এই ডাচের প্রথম পছন্দ বার্সেলোনা। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে বার্সেলোনা ৭০ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে আয়াক্সের সাথে।

তবে বিলম্ব কিসের?

ডি লিটের চুক্তি বিলম্বের কারণও বলে দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। আর পেছনে কারণ হিসেবে দাঁড়িয়েছে লিটের এজেন্ট মিনো রাইলো।

ডি লিটের এই ট্রান্সফার থেকে মিনো রাইলো চাইছেন ২০ শতাংশ কমিশন। আর ব্যাগড়াটা বেধেছে এখানেই। বার্সায় এত বেশি কমিশন দিতে নারাজ। রাইলোও নাছোড় বান্দা। তার চাহিদা পূরণ না হলে শতভাগ নিশ্চিত করতে দিবেন না এই চুক্তি।

সাধারণত এধরনের ট্রান্সফার থেকে এজেন্টরা পাঁচ থেকে দশ শতাংশ কমিশন নিয়ে থাকেন। তবে এবার ১৪ মিলিয়ন ইউরোর এক পয়সাও কম নিতে চাইছে না এই ইতালিয়ান এজেন্ট।

এর আগে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী পল পগবাকে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে এনে দিয়ে প্রায় ২০ মিলিয়ন ইউরো পকেটে পুরেছিলেন রাইলো।

তাই যত দ্রুত রাইলোর সাথে সমঝোতায় পৌঁছাতে পারবে তত দ্রুতই এই চুক্তিটি অফিসিয়ালি ঘোষণা করতে পারবে বার্সেলোনা।

সারাবাংলা/এসএস

আয়াক্স ডি লিট বার্সেলোনা মিনো রাইলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর