আবারো নিষেধাজ্ঞায় পড়ে মৌসুম শেষ নেইমারের
১০ মে ২০১৯ ১৬:০১ | আপডেট: ১০ মে ২০১৯ ১৬:১৩
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে হারার পরে রেফারিদের নিয়ে সমালোচনা করে দেখেছেন নিষেধাজ্ঞা। এবার নতুন করে আবারো নিষেধাজ্ঞায় পড়লো ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
তিন ম্যাচের নিষেধাজ্ঞায় এ মৌসুমে আর মাঠে নামতে পারছেন না নেইমার।
কোপা দে ফ্রান্সের ফাইনালে হেরে এক সমর্থকের উপর চড়াও হন নেইমার। ম্যাচ হেরে বেশ হতাশ ছিল নেইমার। আর এ সময়ে ঐ সমর্থক নেইমারকে ভিডিও করছিল। এতেই তেঁতে ওঠেন এই ব্রাজিলিয়ান।
এক ভিডিওতে দেখা যায় ঐ সমর্থকের গায়ে হাত তুলেছেন নেইমার। এই ব্যাপারটি অগোচর হয়নি ফ্রান্স ফুটবল সংস্থার। তারা বেশ গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করেছে বিষয়টি।
মৌসুমের বাকি দুই ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। আর সেই সাথে ২০১৯-২০২০ মৌসুমের প্রথম ম্যাচেও মাঠে দেখা যাবে না এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলারকে।
সারাবাংলা/এসএস