Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে রেকর্ড কেবল আর্সেনালের উনাই এমরের!


১০ মে ২০১৯ ১৩:২৫

আর্সেন ওয়েঙ্গারের বিদায়ের পরে আর্সেনালের ডাগ আউটে যোগ দিয়েছেন উনাই এমরে। পিএসজিকে বিদায় বলে পূরণ করেছেন ওয়েঙ্গারের শূণ্যস্থান।

আর প্রথম মৌসুমেই আর্সেনালকে নিয়ে গেছেন ইউরোপা লিগের ফাইনালে। ফাইনাল জিতলেই নিশ্চিত পরবর্তী মৌসুমে ইউরোপের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ চ্যাম্পিয়নস লিগের স্থান।

তবে উনাই এমরে গড়েছেন অনন্য এক রেকর্ডও। গেল সাত বছরে ইউরোপা লিগের নক আউট পর্বে হারের মুখ দেখেননি কখনোই।

আর এই সাত বছরে সেভিয়া এবং আর্সেনালকে নিয়ে গেছেন চারবার ফাইনালেও। সেভিয়াকে তুলেছেন টানা তিনবার উয়েফা ইউরোপা লিগের ফাইনালে। আর জিতেছেন সব ক’টিই।

এমন রেকর্ড নেই কিংবদন্তি কোন কোচের। কেবল জিনেদিন জিদান জিতেছেন টানা তিনবার উয়েফার কোন শিরোপা। তবে তা চ্যাম্পিয়নস লিগে।

তবে কি উনাই এমরে ইউরোপা লিগের দ্য স্পেশাল ওয়ান? সাত বছর ধরে নক আউট পর্বে অপরাজিত ম্যানেজার নিঃসন্দেহে ইউরোপা লিগের দ্য স্পেশাল ওয়ান।

লন্ডনের আর এক ক্লাব চেলসির বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে মুখোমুখি হবে উনাই এমরের আর্সেনাল। আর ফাইনাল জিততে পারলেই একমাত্র কোচ হিসেবে টানা চার ইউরোপা লিগের ফাইনাল জয়।

সারাবাংলা/এসএস

আর্সেনাল ইউরোপা লিগ উনাই এমরে

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর