Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে আর্সেনালের সঙ্গী চেলসি


১০ মে ২০১৯ ০৫:২০ | আপডেট: ১০ মে ২০১৯ ০৫:২২

ইউরোপা লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। সেমি-ফাইনালের ফিরতি দেখায় জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে টাইব্রেকারে হারিয়েছে চেলসি। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকলে দুই লেগ মিলে স্কোরলাইন ২-২ হয়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও কোনো ফল না আসলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৪-৩ ব্যবধানে জয় পায় মাওরিসিও সারির শিষ্যরা।

এদিকে, ইউরোপা লিগের সেমি ফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। সেমির দুই পর্ব মিলিয়ে ৭-৩ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই ফাইনালে পৌঁছায় উনাই এমেরির শিষ্যরা।

বিজ্ঞাপন

ইউরোপা লিগের ফাইনালে আর্সেনাল

ভ্যালেন্সিয়ার ঘরের মাঠ মেস্তায়ায় অনুষ্ঠিত ম্যাচে আর্সেনালের পক্ষে হ্যাটট্রিক করেন গ্যাবনের তারকা পিয়েরে এমেরিক অউবামেয়াং। সেমি ফাইনালের প্রথম পর্বের ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের কাছে ৩-১ গোলে হেরেছিল ভ্যালেন্সিয়া।স্প্যানিশ ক্লাবটির মাঠে বৃহস্পতিবার রাতে শেষ চারের ফিরতি পর্বে ৪-২ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে এগিয়ে যায় উনাই এমেরির দল। প্রথম লেগে এমিরেটস স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছিল আর্সেনাল।

এদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে ২৮তম মিনিটে এগিয়ে যায় চেলসি। ম্যাচের ২৮ মিনিটের মাথায় বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডের পাস থেকে গোল করেন ইংল্যান্ডের মিডফিল্ডার লোফটাস চিক। প্রথমার্ধ শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে সারির শিষ্যরা। দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই ম্যাচে ফিরে ফ্রাঙ্কফুর্ট। ৪৯ মিনিটের মাথায় জোভিচের গোলে সমতা ফেরায় জার্মান ক্লাবটি। ম্যাচের বাকি সময়ে দুই দলই গোলের জন্য চেষ্টা করলেও স্কোরলাইন অপরিবর্তিত থাকে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

বিজ্ঞাপন

অতিরিক্ত সময়ের খেলার প্রথমার্ধে কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ১১৬ মিনিটের মাথায় চেলসির  সিজার আজপিলিকুয়েতা গোলরক্ষকের হাত থেকে ফসকে যাওয়া বলে একটি গোল করলেও রেফারি সেটি নাকচ করে দেন। পরে খেলা গড়ায় টাইব্রেকারে।

চেলসির পক্ষে বার্কলে প্রথম স্কোর করলেও আজপিলিকুয়েতা গোল মিস করেন। পরবর্তীতে জর্জিনহো, ডেভিড লুইজ ও হ্যাজার্ডের নিখুঁত শটে টাইব্রেকারে ম্যাচ জেতে চেলসি। ফ্রাঙ্কফুর্টের পক্ষে প্রথম তিনটি শট জালে জড়ালেও চতুর্থ ও পঞ্চম শট ঠেকিয়ে দিয়ে দলকে ফাইনালে পৌঁছে দেন চেলসি গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

২৯ মে আজারবাইজানের বাকু অলিম্পিকো স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে চেলসির প্রতিপক্ষ স্বদেশী দল আর্সেনাল। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও মুখোমুখি হচ্ছে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। আগামী ১ জুন মাদ্রিদের ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। ১৯৭২ সালের পর এই প্রথম ক্লাব পর্যায়ে ইউরোপের শীর্ষ দুই প্রতিযোগিতাতেই ‘অল ইংলিশ’ ফাইনাল হতে যাচ্ছে।

সারাবাংলা/এসবি/এমআরপি

আর্সেনাল ইউরোপা লিগ চেলসি ফাইনাল

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর