Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ড সফরের জন্য তৈরি হচ্ছে টাইগার যুবারা


৯ মে ২০১৯ ১৭:২৮

জুলাইয়ে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টুর্নামেন্টে যুবারাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড ও আরেক সফরকারী ভারত।

তিন জাতির এই টুর্নামেন্টকে সামনে রেখে যুবা হেড কোচ মাহবুব আলী জাকি জানিয়েছেন, ‘আমরা বড় দুটি চ্যালেঞ্জকে সামনে রেখে এগুচ্ছি। প্রথমটি ইংল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ ও দ্বিতীয়টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০২০ সালে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ড সফরটি বেশ কার্যকর ভূমিকা পালন করবে।’

বিজ্ঞাপন

এই দুটি আসরকে সামনে রেখে জোর প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন যুবারা, যেখানে আপাতত চলছে ফিটনেসের কাজ। ফিটনেস শেষে শুরু হবে স্কিল অনুশীলন (ব্যাটিং, বোলিং, ফিল্ডিং)।

কোচ আরও জানালেন, ‘আমরা ফিটনেসের ওপর জোর দিচ্ছি। গতকাল স্কিল ছিল। এর আগে ফিটনেস ছিল তিনদিন। আর আজকে শুধুই ফিটনেস। এই প্রোগ্রাম ঈদের আগে ২৬ তারিখ পর্যন্ত চলবে। আর ঈদের দুই দিন পরেই শুরু হয়ে যাবে পুরো প্রস্তুতি। কারণ এরপর তো আর সময় নেই। এসেই আমাদের চলে যেতে হবে, সুতরাং এটাই আমাদের শেষ প্রস্তুতি। যেহেতু আমাদের জুলাইয়ে সফর করতে হবে ইংল্যান্ডে, তাই আমাদের কাছে সময় বেশি নেই। জুলাইয়ের মাঝামাঝি সময়ে মনে হয় সফর করতে হবে।’

‘যদি আমরা বিগত সিরিজগুলোর কথা চিন্তা করি যেমন শ্রীলঙ্কা, ইংল্যান্ড সিরিজ আমাদের অনেক ভালো ছিল। আমাদের সবকিছুই ইতিবাচক ছিল। সেটার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের কাজগুলো। ইংল্যান্ড যেহেতু আমাদের এখানে এসে ভালো করেনি, সুতরাং নিজেদের দেশে সিরিজটি জেতার জন্য তারা সেভাবে খেলবে। আমাদের প্রস্তুতিও সেভাবে নিতে হবে। আমরাও জেতার জন্য তৈরি হচ্ছি।’ যোগ করেন জাকি।

বিজ্ঞাপন

কোচের বিশ্বাস দক্ষিণ আফ্রিকার ফাস্ট উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিতে ইংল্যান্ডই হবে আদর্শ ভূমি, ‘এই সফরটি অনেক জরুরি। কারণ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি কিন্তু ইংল্যান্ড সিরিজ থেকেই শুরু হবে। একই কন্ডিশন কিন্তু দক্ষিণ আফ্রিকায়। তাই আমরা ইংল্যান্ড সফরটিকে গুরুত্ব দিচ্ছি। উইকেট, কন্ডিশন, প্রত্যেকটি মাঠ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ প্রস্তুতির মূখ্য জায়গা।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল টাইগার যুবা ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর