Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে বিশ্বসেরা ক্রিকেটারদের প্রীতি ম্যাচ


৯ মে ২০১৯ ১৪:৫৮ | আপডেট: ৯ মে ২০১৯ ১৫:৩৪

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিশ্বের তারকা ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচ ২০২০ সালে। ঢাকাতে ১৯ ও ২০ মার্চে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। বৃহস্পতিবার (৯ মে) এমনটি জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, এই দুটি ম্যাচই হবে টি-টোয়েন্টির ফরম্যাটে। আর অংশ নেবে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশ।

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বিশেষ আয়োজনের কথা আগেই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে আয়োজনটা কেমন হবে, এতদিন তা জানা যায়নি।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিষয়ের আংশিক তুলে ধরলেন বিসিবি সভাপতি। জানালেন, বিশ্বের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে ২০২০ সালের ১৯ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ম্যাচ। তবে ম্যাচ দুটির ফরম্যাট কী সেটা তিনি উল্লেখ করেননি।

পাপন উল্লেখ না করলেও নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেটের একটি সূত্র জানায়, ‘বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমরা দুটি টি-টোয়েন্টি ম্যাচ করতে চাচ্ছি। সেটি বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যে। আমাদের পক্ষ থেকে এমনই প্রস্তাব গিয়েছে।’

সারাবাংলা/এসএস/এমআরএফ

জন্ম শতবার্ষিকী পাপন প্রীতি ম্যাচ বঙ্গবন্ধু বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর