Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে গড়াচ্ছে বিপিএল, প্রথম দিনেই ৪ ম্যাচ


৮ মে ২০১৯ ২১:৩২ | আপডেট: ৮ মে ২০১৯ ২১:৩৩

ঢাকা: গত ২০ এপ্রিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব শেষ হয়েছে। মাঝে ক্লাবগুলো নিজেদের শক্তি বাড়াতে দলবদল করেছে। চমকের পর চমক জন্ম দিয়ে দলগুলো প্রস্তুত দ্বিতীয় পর্বে লড়াইয়ে। মাঝে এক দফা পিছিয়ে ১৮ দিনের বিরতির পর অবশেষে মাঠে গড়াচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব।

এ পর্বে চলবে শীর্ষস্থান ধরে রাখার লড়াই। কারও শীর্ষে ওঠার লড়াই, কারও অবনমন এড়ানোর লড়াই। সে হিসেব মাথায় রেখেই বৃহস্পতিবার ৮ দল নামছে দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটি খেলতে। চারটি ম্যাচই হচ্ছে ঢাকার বাইরে।

বিজ্ঞাপন

তার আগে প্রথম পর্ব শেষে লিগের পয়েন্ট টেবিল দেখে নেয়া যাক। লিগের প্রথম পর্ব শেষে ৩৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে আছে নবাগত বসুন্ধরা কিংস। ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। শেখ রাসেল ক্রীড়া চক্রের অবস্থান তিন নম্বরে। তাদের পয়েন্ট ২৭। আরেক জায়ান্ট মোহামেডান আছে অবনমন শঙ্কার জোনে।

এমন হিসেবের মধ্য দিয়ে প্রথম দিনেই কিংস আর আবাহনী মাঠে নামছে শীর্ষস্থান দখলের লড়াইয়ে। নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে স্বাগতিক বসুন্ধরা কিংস খেলবে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে। নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।

গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। সিলেট জেলা স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হবে আরামবাগ ক্রীড়া সংঘের।

এবার বিরতিতে মধ্যবর্তী দলবদলের বাজারটাও ছিল চরম। লিগের ১৩ টি দলই অংশ নিয়েছে মধ্যবর্তী দলবদল প্রক্রিয়ায়। স্থানীয় ও বিদেশি খেলোয়াড় বদলে ক্লাবগুলো বাড়িয়েছে তাদের শক্তি। মধ্যবর্তী দলবদলে ৪১ জন ফুটবলার নতুন করে নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে বিদেশি ফুটবলার আছেন ১৯ জন।

ফুটবলার দলবদলের মাঝে কোচও পাল্টেছে দুয়েকটি ক্লাবের ডাগআউটে। যেমন শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসিকে ছেড়ে দিয়ে ডাগআউটে দাঁড় করাচ্ছে সফিকুল ইসলাম মানিককে। যিনি এর আগেও ছিলেন এ দলের কোচ। ডাগআউটে পরিবর্তন আসতে পারে ব্রাদার্স ইউনিয়নেও। দলটির ভারতীয় কোচ সৈয়দ নাইমুদ্দিন প্রথম পর্ব শেষ করে দেশে গেছেন। তার আবার দায়িত্ব নেয়া অনিশ্চিত।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর