স্পন্সর পেল বাফুফে, টিভিতে বিপিএল দেখবেন দর্শকরা
৮ মে ২০১৯ ১৯:১৭ | আপডেট: ৮ মে ২০১৯ ১৯:৪২
ঢাকা: স্পন্সর ছাড়াই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এগারতম আসর শুরু করলেও দ্বিতীয় পর্বে এসে দরজা খুলে গেছে। অবশেষে স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সঙ্গে দ্বিতীয় পর্ব থেকে টেলিভিশনে বিপিএলের ফুটবল দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
বাফুফে ভবনে আজ বুধবার বিকালে কমার্শিয়াল পার্টনার ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্টনারের সঙ্গে চুক্তির কাজ শেষ করেছে ফেডারেশন।
শর্ত সাপেক্ষে আগামী পাঁচ বছরের জন্য পৃষ্ঠপোষক চূড়ান্ত হলো। লিগের টাইটেল স্পন্সর হিসেবে আছে টিভিএস মটরস এবং মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা টিভি।
অর্থাৎ ৯ মে থেকে শুরু হতে যাওয়া বিপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো বাংলা টেলিভিশনে দেখার সুযোগ পাচ্ছেন ফুটবল প্রেমিরা।
পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জানান, ‘পৃষ্ঠপোষকতার বেশিরভাগ অর্থই পাবে ক্লাব। আমার কাছে ক্লাবরাই হলো ফুটবলের প্রাণ। তাদের সিংহভাগ অর্থই দেয়া হবে।’
অনুষ্ঠানে এসময় পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী, আইএসপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দ্বীপক সিং, টিভিএস অটোর ব্যবস্থনা পরিচালক ইকরাম হোসেইন, বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সামাদুল হক, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/জেএইচ