ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে টাইগারদের মিশন শুরু
৭ মে ২০১৯ ২০:১০ | আপডেট: ৮ মে ২০১৯ ১২:৫৭
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৬২ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করেছিলেন দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। ওপেনিং জুটিতে দলকে ১৪৪ রান এনে দিয়ে রোস্টন চেজের বলে ড্যারেন ব্রাভোর হাতে ধরা দিয়ে প্যাভিলিয়নে ফিরেন সৌম্য সরকার। তারপর শতকের হাতছানি দিয়ে ৮০ রানের ইনিংস উপহার দিয়ে সৌম্যর পথ ধরলেন তামিম ইকবাল। বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবও দলকে এনে দিলেন ফিফটি। সৌম্য-তামিম জুটির পর সাকিব-মুশফিক জুটিতে ত্রিদেশীয় সিরিজে উড়ন্ত সূচনা এসেছে বাংলাদেশের।
টার্গেটে ব্যাটিংয়ে নেমে ডাবলিনে ১৪৪ রানের জুটি গড়েন সৌম্য ও তামিম ইকবাল। তাদের ওপেনিং জুটিতেই জয়ে ভিদ তৈরি হয়। সাজঘরে ফেরার আগে ৬৮ বল থেকে সৌম্য উপহার দিয়েছেন ৭৩ রানের ইনিংস। সৌম্য ফিরে গেলেও উইকেটের অপর প্রান্ত আগলে রেখেছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের রান যখন ১৯৬ তখন গ্যাব্রিয়ালের বলে হোল্ডার হাতে ধরা পড়েন তামিম। ৮০ রানের ইনিংস খেলেতে এই বাঁহাতি ব্যাটসম্যান খেলেছেন ১১৬ বল। তামিম সাজঘরে ফিরলে ক্রিজে আসেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৫৫ রানে ফিফটি উপহার দিয়েছেন সাকিব আল হাসান। মুশফিক টিকে ছিলেন ৩২ রানে। সাকিব অপরাজিত ছিলেন ৬১ রানে।
যার ফলে হেসে খেলেই ওয়েন্ডিজকে উড়িয়ে দিয়ে ত্রিদেশীয় সিরিজের মিশন শুরু করেছে টাইগাররা। জয় পেয়েছে ৮ উইকেটের।
এরআগে মঙ্গলবার (৭ মে) ডাবলিনে টস জিতে ব্যাটিংয়ে নেমে শেই হোপের ১০৯, রোস্টন চেজের ৫১ ও সুনিল আমব্রিসের ৩৮ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৬১ রান সংগ্রহ করে উইন্ডিজ শিবির।
উইকেট শিকারে বাংলাদেশের হয়ে দাপট দেখিয়েছেন মাশরাফি। একাই তুলে নিয়েছে ৩ উইকেট।
মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ২টি করে এবং সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ১টি করে উইকেট।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের লাইভ স্কোর জানতে ক্লিক করুন এই লিঙ্কে: সারাবাংলা লাইভ স্কোর
দেশের জনপ্রিয় চ্যানেল গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) সরাসরি সম্প্রচার করবে সিরিজের সবগুলো ম্যাচ। জিটিভি ছাড়াও র্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে সিরিজটি উপভোগ করতে পারবেন দেশের বাইরের দর্শকরা। দেশের ভেতরে দেখা যাবে র্যাবিটহোল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে। এছাড়া, ম্যাচ পরবর্তী হাইলাইটস তো থাকছেই, দেশ ও দেশের বাইরে থেকে সেটি দেখা যাবে র্যাবিটহোল স্পোর্টস এর ইউটিউব চ্যানেলে। আর খেলার প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার করবে অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলা.নেট।
সারবাংলা/এমআরএফ