বাংলাদেশের বিপক্ষে হোপের হ্যাটট্টিক সেঞ্চুরি
৭ মে ২০১৯ ১৮:২৭ | আপডেট: ৭ মে ২০১৯ ১৯:০৭
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের শেষ দুটিতে সেঞ্চুরি করেছিলেন ক্যারিবীয় ওপেনার শেই হোপ। ১১ ডিসেম্বর শের ই বাংলায় অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলা হোপ ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে করেছিলেন অপরাজিত ১০৮ রান। এবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম মোকাবেলায় করে বসলেন আরেকটি সেঞ্চুরি।
ফলে মাশরাফিদের বিপক্ষে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরির অনন্য একটি রেকর্ড নিজের করে নিলেন এই উইন্ডিজ ওপেনার।
মঙ্গলবার (৭ এপ্রিল) ডাবলিনের ক্লনটার্ফ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ নির্ভার ব্যাটে মাশরাফি, সাকিব, মোস্তাফিজদের বল মোকাবেলা করে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি।
সেঞ্চুরির পথে তিনি খেলেছেন ১২৫ টি বল। যেখানে চারের মার ছিল ১০টি ও ছয় ১টি।
সারাবাংলা/এমআরএফ/জেএইচ