Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে শুভেচ্ছা জানিয়েছেন ওজিল,পগবাসহ মুসলিম ফুটবলাররা


৭ মে ২০১৯ ১৩:৫৩ | আপডেট: ৭ মে ২০১৯ ১৩:৫৫

ইসলাম ধর্মানুসারীদের সব থেকে পবিত্র মাস রমজান শুরু হয়েছে। সারা বিশ্বের মুসলিমরা পালন করছেন পবিত্র রমজান মাস। ইউরোপের জনপ্রিয় মুসলিম ফুটবলাররাও বিশ্বের সকল মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

ইউরোপের বিভিন্ন লিগে অনেক মুসলিম ফুটবলাররা খেলে থাকেন। ফুটবলের পাশাপাশি নিজেদের ধর্মীয় কর্মেও মননিবেশ তাদের।

বিভিন্ন মুসলিম ফুটবলাররা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিশ্বের সকল মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।

আর্সেনালে খেলা সাবেক জার্মান তারকা মেসুত ওজিল লিখেছেন, ‘আমার সকল মুসলিম ভাই-বোনদের রমজানের শুভেচ্ছা।’

ওজিলের আর এক সতীর্থ শকদ্রান মুস্তাফি লিখেছেন, ‘পবিত্র এই মাসে সকল মুসলিম ভাই-বোনদের শান্তি ও ঐক্য কামনা করছি।’


রিয়াল মাদ্রিদের হয়ে খেলা মরোক্কোর আশরাফ হাকিমি লিখেছেন, ‘রমজানের শুভেচ্ছা সকলকে।’
এছাড়াও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী পল পগবাওও রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

সারাবাংলা/এসএস

ইউরোপিয়ান ফুটবল ওজিল পগবা মুসলিম ফুটবলার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর