Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে টাইগারদের ম্যাচে


৭ মে ২০১৯ ১২:১৯ | আপডেট: ৭ মে ২০১৯ ১৭:১৭

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বিকেল পৌনে চারটায় উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে টাইগারদের বিপক্ষে যেতে পারে ডাবলিনের আবহাওয়াও।

আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী সকাল ১০টার দিকে সম্ভবনা আছে বৃষ্টি হওয়ার। আর সে বৃষ্টি থামতে পারে ১১টার দিকে। তবে বৃষ্টি থামলেও তাপমাত্রা নেমে দাঁড়াবে পাঁচ ডিগ্রী সেলসিয়াসে।

এমন কঠিন পরিবেশে ক্রিকেট খেলাটা বেশ মুশকিলের হয়ে দাঁড়াবে টাইগারদের জন্য।

দুপুরের দিকে আবারও সম্ভবনা আছে  বৃষ্টির। আয়ারল্যান্ডের স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টা এবং বিকেল ৪টার দিকে বৃষ্টি হতে পারে।

মেঘলা আকাশ পেসাররা পেতে পারেন অতিরিক্ত সুইং। তবে বৃষ্টির কারণে ব্যাঘাত ঘটতে পারে ম্যাচের।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচের পরে আগামী ৯ তারিখ আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা।

সারাবাংলা/এসএস

আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশ-উইন্ডিজ বৃষ্টি বিঘ্নিত