Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পৌঁছে সাবিনা জানতে পারলেন তিনি দলে নেই!


৭ মে ২০১৯ ০৪:২৭

ঢাকা: ভারতের শীর্ষ ক্লাব গকুলাম কেরালা এফসির ডাকে সাড়া দিয়ে দেশটিতে সোমবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন বাংলাদেশের ফুটবলার সাবিনা খাতুন। প্রতিবেশি দেশটিতে পৌঁছে লাল-সবুজ দলের অধিনায়ক জানতে পারেন তিনি ইন্ডিয়ান উইমেন্স লিগে অংশ নিতে পারছেন না। তাই না খেলেই নিজ দেশে ফিরতে হচ্ছে এই স্ট্রাইকারকে।

বলতে গেলে যে দলের হয়ে খেলার ডাক পেয়েছিলেন সেই দলের দুরদর্শিতার অভাবে এই পরিস্থিতির মুখে পড়তে হয়েছে সাবিনাকে। কলকাতায় পৌঁছে জানতে পারলেন খেলতে পারবেন না। ফিরতে হচ্ছে হতাশা নিয়ে।

বিজ্ঞাপন

একদিন আগে ৫ মে শুরু হওয়া লিগের নিবন্ধনের সময় শেষ হয়ে আগেই। বিদেশি কোটা পূরণ হয়ে গেছে আগেই। ইতোমধ্যে একটি ম্যাচও খেলে ফেলেছে গকুলাম কেরেলা।

এই খবরে হতঃ বিহব্বল সাবিনা কলকাতা থেকে এক সংবাদ মাধ্যমকে বলেন, ‘এখানে আসার পর ক্লাব থেকে জানানো হয় বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে গেছে। ৫ মে লিগ শুরু হয়েছে। লিগ শুরু হয়ে যাওয়ার পর নাকি আর রেজিস্ট্রেশন সম্ভব না।

তিনি বলেন, ‘আগামীকাল সকালে ঢাকায় ফিরতে হচ্ছে আমাকে। তবে ফ্লাইট কয়টায় সেটা এখন পর্যন্ত জানি না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমার বলার কিছু নেই।’

এর আগে সেথু এএফসির হয়ে এই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলেছিলেন সাবিনা। টুর্নামেন্টজুড়ে পাঁচ ম্যাচে ৬ গোল করে সেথু এফসিকে সেমি ফাইনালে তুলেছিলেন দেশের এই স্ট্রাইকার। তার সঙ্গে একই দলে খেলেছেন আরেক তারকা ফুটবলার কৃষ্ণা রাণী সরকার। আন্তর্জাতিক ফুটবলে লাল-সবুজ জার্সি পড়ে তিনি বল জালে পাঠিয়েছেন ১৯ বার। দেশের ফুটবল ইতিহাসে যা সর্বোচ্চ। সর্বোচ্চ বলতে নারী-পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। বয়সভিত্তিক, ঘরোয়া ফুটবল-ক্লাব, ফুটসাল বা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ বলেন সব মিলিয়ে সাবিনার ক্যারিয়ার গোলসংখ্যা কত জানেন? ১১৪ ম্যাচে ৩২৪!

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএইচ

ইন্ডিয়ান উইমেন্স লিগ গকুলাম কেরালা এফসি সাবিনা খাতুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর