Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ের প্রতিপক্ষ চেন্নাই, দিল্লি লড়বে হায়দ্রাবাদের বিপক্ষে


৬ মে ২০১৯ ১৬:৩৮

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের ৫৬ ম্যাচ শেষে প্লে-অফ নিশ্চিত করেছে চারটি দল। শীর্ষ চার দল হিসেবে প্লে-অফে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস, সাবেক চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স, আরেক সাবেক চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ এবং নাম পাল্টে এই মৌসুমের চমক জাগানিয়া দল দিল্লি ক্যাপিটালস।

আট দলের লিগ পর্বে প্রতিটি দল খেলেছে ১৪টি করে ম্যাচ। সেখানে শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। ৯ জয়, ৫ পরাজয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। সমান ম্যাচে সমান জয়-পরাজয় ধোনির চেন্নাই আর শ্রেয়ার্স ইয়ারের দিল্লির। শীর্ষে থাকা মুম্বাই, চেন্নাই আর দিল্লির পয়েন্টও তাই সমান ১৮। তবে, নেট রানরেটে পিছিয়ে থাকায় চেন্নাই দুইয়ে, দিল্লি তিনে থেকে প্লে-অফে উঠেছে। সাকিবের দল হায়দ্রাবাদ ১৪ ম্যাচের ৬টিতে জয় আর ৮টিতে হেরে সংগ্রহ করে ১২ পয়েন্ট। নেট রানরেটের হিসেবে তারা প্লে-অফ নিশ্চিত করে।

বিজ্ঞাপন

১২ পয়েন্ট করে পেয়েছে ছিটকে পড়া দিনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স, রবীচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন পাঞ্জাব। তাদের অবস্থান যথাক্রমে পাঁচ ও ছয়ে। সাতে থেকে আসর শেষ করেছে রাজস্থান রয়েলস (১১ পয়েন্ট)। আর টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১১ পয়েন্ট)। কলকাতা এবং পাঞ্জাব ৬টি ম্যাচ জেতার পাশাপাশি হেরেছে ৮টি করে ম্যাচ। আর রাজস্থান-বেঙ্গালুরু ৫টি করে ম্যাচ জেতার পাশাপাশি হেরেছে ৮টি করে ম্যাচ। মুখোমুখি লড়াইয়ে তাদের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট করে ভাগাভাগি করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ মে) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রোহিত শর্মার মুম্বাই আর ধোনির চেন্নাই। ম্যাচটি হবে চেন্নাইয়ের মাঠে। যে দল জিতবে তারা সরাসরি উঠে যাবে ফাইনালে। ৮ মে এলিমিনেটর ম্যাচে বিশাখাপত্তমে মুখোমুখি হবে টেবিলের তিন ও চারে থাকা দিল্লি-হায়দ্রাবাদ। যে দল হারবে তাদের বিদায় নিতে হবে। আর যে দল জিতবে তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে (১০ মে, বিশাখাপত্তম) মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে।

১২ মে হায়দ্রাবাদের মাঠে নামবে দুই ফাইনালিস্ট। যেখানে প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।

সারাবাংলা/এমআরপি

** একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের বাংলাদেশি জুটি

আইপিএল চেন্নাই দিল্লি প্লে অফ মুম্বাই হায়দ্রাবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর