Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের সেমি ফাইনালে বাংলাদেশের শিশুরা


৬ মে ২০১৯ ১৪:৫৭

প্রথমবারের মতো আয়োজিত লন্ডনের স্ট্রিট চাইল্ড ইউনাইটেড আয়োজিত বিশ্বকাপের সেমি ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ দল। সিক্স-এ সাইড এই টুর্নামেন্টে রোববার (৫ মে) চার ম্যাচের দুটিতে জিতে শেষ চার নিশ্চিত করে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গড়া বাংলাদেশের এই বিশ্বকাপ দল।

শেষ চার নিশ্চিতের আগে ইংল্যান্ড ও তানজানিয়ার কাছে হারলেও উত্তর ভারত ও নেপালের বিপক্ষে জিতে সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশের পথশিশুরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের সঙ্গে সেমি ফাইনালে উঠেছে দক্ষিণ ভারত, তানজানিয়া ও ইংল্যান্ড। আগামী মঙ্গলবার লর্ডসে হবে সেমি ফাইনাল ও ফাইনাল। প্রতিটি দলে ৪ জন মেয়ে ও ৪ জন করে ছেলে রাখা হয়েছে। বাংলাদেশ দলে আছে সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেটে ৩২ রান তোলে বাংলাদেশ। জবাবে, ৬ বল বাকি থাকতে জয় তুলে নেয় ১ উইকেট হারানো স্বাগতিকরা।

দ্বিতীয় ম্যাচে উত্তর ভারতের বিপক্ষে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ তোলে ৩৯ রান। ভারতের দলটি ৩৪ রান তুলতে সক্ষম হয়। তাতে বাংলাদেশ ৫ রানে জয় তুলে নেয়।

তৃতীয় ম্যাচে তানজানিয়ার বিপক্ষে আগে ব্যাটিং করে ৩ উইকেটে বাংলাদেশ করে ৩৬ রান। কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় তানজানিয়া।

চতুর্থ এবং শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাটিং করে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৪৯ রান। নেপাল ১ উইকেট হারিয়ে ৪২ রানে থেমে যায়।

বাংলাদেশ দল টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক কংগ্রেস ও আর্ট ফেস্টিভ্যালে অংশ নেবে। ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিশেষ আমন্ত্রণে তারা যোগ দেবে হাউজ অব কমন্সের নৈশ্যভোজে। এছাড়া সংসদ সদস্যদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচেও অংশ নেবে তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বাংলাদেশ বিশ্বকাপ সিক্স এ সাইড সেমি ফাইনাল স্ট্রিট চাইল্ড ইউনাইটেড