Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আয়াক্স রূপকথায় ট্রেবলের প্রথম পালকযুক্ত হলো


৬ মে ২০১৯ ১২:৩৬ | আপডেট: ৬ মে ২০১৯ ১২:৪০

আয়াক্সের যেন রূপকথার মতো মৌসুম চলছে। পাঁচ বছর পর কোন শিরোপা জয়ের স্বাদ উপভোগ করলো তারা। সামনে আছে ট্রেবল জয়ের সুযোগও।

শেষবার যখন আয়াক্স কোন শিরোপা জিতেছিল তখন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছিল ১০টি। এরপর একে একে পার হয়েছে পাঁচ বছর। তবে আয়াক্সের হয়নি শিরোপা জেতা।

তবে এবার ডাচ কাপ জিতে ঘুচলো শিরোপা খরা। রোববার রাতে উইলামকে ৪-০ গোলে পরাজিত করে জিতলো পাঁচ বছরে প্রথম শিরোপা। আর সেই সাথে ট্রেবল জয়ের স্বপ্নের প্রথম পালক যুক্ত হলো তাদের মুকুটে।

ডাচ লিগে টেবিলের শীর্ষে অবস্থান করছে আয়াক্স। ৩২ ম্যাচ শেষে ৮০ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। সামনে আছে লিগ জয়ের দারুণ সুযোগও।

৭০’র দশকের পর নিজেদের সেরা সময় উপভোগ করছে ডাচ ক্লাবটি। ইউরোপের জায়ান্টদের নিজেদের ডেরায় গিয়ে করছে কুপোকাত।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অব ষোলতে রিয়াল মাদ্রিদকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে হারিয়েছে। রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের টপকে পা রেখেছিল কোয়ার্টার ফাইনালে।

আর কোয়ার্টারে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাসকে তাদের মাঠেই ২-১ ব্যবধানে হারিয়ে পৌছানো সেমিফাইনালে।সেমিফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্ট টটেনহাম স্পার্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে ফাইনালে এক পা ডাচদের।

দ্বিতীয় লেগে স্পার্সকে রুখে দিতে পারলেই ফাইনাল। লিগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে তারা। লিগ শিরোপা এবং চ্যাম্পিয়নস লিগ জয় করতে পারলেই বহু প্রতীক্ষার ট্রেবল জয়ের সম্ভবনা।

আয়াক্স রূপকথায় অসম্ভব নয় এসব কিছুই। তবে মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কোথায় গিয়ে থামবে আয়াক্স রূপকথা তা দেখার জন্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আয়াক্স ট্রেবল ডাচ চ্যাম্পিয়ন রূপকথা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর