একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ডের বাংলাদেশি জুটি
৬ মে ২০১৯ ১১:৫৮ | আপডেট: ৬ মে ২০১৯ ১২:০৯
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ এখন অন্যতম পরাশক্তি। রেকর্ডের বইয়েও বাংলাদেশিদের দখলদারি লক্ষ্য করা যায় বেশ।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ২০১৫ এর ক্রিকেট বিশ্বকাপের পর পালটে গেছে বাংলাদেশি ক্রিকেট চিত্র। ঘরের মাঠে রয়েল বেঙ্গল টাইগারের গর্জন দেখেছে ক্রিকেট বিশ্ব।
দেশের মাটিতে ভারত, পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে সিরিজ জিতেছে টাইগাররা। এর মধ্যে পাকিস্তানকে করেছিল বাংলাওয়াশও।
ম্যাচ জয়ের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে টাইগাররা নিয়মিতই গড়ছেন নতুন নতুন রেকর্ড। আর বিভিন্ন উইকেট জুটিতেও বাংলাদেশি ক্রিকেটাররা লিখছেন নতুন রেকর্ড।
তবে উদ্বোধনী জুটিতে ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মেহরাব হোসেন আর শাহরিয়ার হোসেনের ১৭০ রানের রেকর্ড টপকানো হয়নি।
একদিনের ক্রিকেটে বাংলাদেশের সব থেকে বড় জুটি এসেছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর ভরসার প্রতীক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাট থেকে। পঞ্চম উইকেট জুটিতে এই দুইয়ে মিলে যোগ করেছিলেন ২২৪ রান।
পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ তো বটেই বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সকল উইকেটে এটিই সর্বোচ্চ জুটি। চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে গড়েছিলেন এই রেকর্ড।
এরপরেই বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জুটি ইমরুল কায়েস এবং সৌম্য সরকারের। দ্বিতীয় উইকেট জুটিতে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ২২০ রান যোগ করেছিলেন এই দুই ব্যাটসম্যান।
আর তৃতীয় সর্বোচ্চ জুটি গড়েছিলেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। ২০১৮ সালে গায়ানাতে দ্বিতীয় উইকেট জুটিতে ২০৭ রান তোলে এই দুই ক্রিকেটার। তবে টাইগারদের ইতিহাসে দ্বিতীয় উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে তামিম আর মুশফিকুর রহিম মিলে গড়েছিলেন তৃতীয় উইকেট জুটিতে সর্বোচ্চ ১৭৮ রান। বাংলাদেশের ক্রিকেটে যা চতুর্থ সর্বোচ্চ।
সাবেক টাইগার অধিনায়ক এবং রাজিন সালেহ মিলে গড়েছিলেন চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ ১৭৫ রান। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে ফতুল্লায় গড়েছিলেন এই রেকর্ড।
এক নজরে বিভিন্ন উইকেট বাংলাদেশের রেকর্ড জুটি।
উইকেট জুটিতে রান প্রতিপক্ষ
উদ্বোধনী মেহরাব,শাহরিয়ার ১৭০ জিম্বাবুয়ে
দ্বিতীয় ইমরুল,সৌম্য ২২০ জিম্বাবুয়ে
তৃতীয় তামিম,মুশফিক ১৭৮ পাকিস্তান
চতুর্থ বাশার,সালেহ ১৭৫* কেনিয়া
পঞ্চম সাকিব,মাহমুদুল্লাহ ২২৪ নিউজিল্যান্ড
সারাবাংলা/এসএস
তামিম-মুশফিক বাংলাদেশ ক্রিকেট রেকর্ড জুটি সাকিব-মাহমুদুল্লাহ