Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র হাই পারফরম্যান্স স্কোয়াড ঘোষণা


৫ মে ২০১৯ ২২:১৩

ঢাকা: ১৬ সপ্তাহের অনুশীলন ক্যাম্পের জন্য ২৩ সদস্যের হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলের সদস্যরা আগামি ১৮ মে থেকে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবেন।

এই লক্ষ্যে আগামি ১৭ মে তাদের বিসিবি একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে।

দলে যারা আছেন:
ব্যাটসম্যান: মোহাম্মদ সাইফ হাসান, নাইম শেখ, ফারদীন হোসেন, সাব্বির হোসেন, আফিফ হোসেন ধ্রুব,জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব ও সুমন খান।

বিজ্ঞাপন

উইকেটরক্ষক: মাহিদুল ইসলাম ভুঁইয়া অঙ্কন ও জাফর আলী অনীক।

স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, তানভীর ইসলাম, হাসান মুরাদ ও নাইম হাসান।

পেস বোলার: রবিউল হক, মানিক খান, শহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইরফান হোসেন ও শফিকুল ইসলাম।

সারাবাংলা/এমআরএফ/জেএইচ

এইচ পি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর