জেমির ‘মাথাব্যথা’, বাফুফের ‘গলার কাঁটা’
৫ মে ২০১৯ ২১:৫৫ | আপডেট: ৬ মে ২০১৯ ১৫:১২
ঢাকা: কর সমস্যা, উয়েফা কোচিং লাইসেন্সসহ নানা কারণে দেশের বাইরে জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। শনিবারই এক বছরের চুক্তি শেষ হয়ে গেছে এই ব্রিটিশের। সমর্থকদের মনে উদ্বেগ জেমি থাকছেন, কী থাকছেন না।
কর ফাঁকি দিয়ে ইংল্যান্ডে আছেন জেমি ডে এমন খবরও বের হয়েছে গণমাধ্যমে।
তার মধ্যে চলছে জেমির চুক্তি নবায়নের কথাবার্তাও। জেমি ডে’র চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আশাবাদী বাফুফে। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি দেশের সর্বোচ্চ ফুটবল সংস্থা।
এদিকে জেমি ডে দেশে ফিরলে বৈঠকে বসবে বাফুফে। জেমির নিজেরও কিছু দাবি দাওয়া আছে। তার মধ্যে কর বিষয়টি সম্পৃক্ত। কেননা কর আইনে বিদেশি কোচকে বেতনের ৩০ শতাংশ সরকারকে দেয়ার নিয়ম আছে। মাথাব্যথার কারণও হয়ে আছে সেটাই। যদিও নিয়ম বিদেশি কোচ বা খেলোয়াড়কে নিজেই করের বিষয়টি নিষ্পত্তি করার। তবে, করের বিষয়টি দেখে থাকে বাফুফে নিজেই। কর ফাঁকির এক ঢালা অভিযোগ আছে বাফুফের বিপক্ষেও। সেটা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ফুটবল অভিভাবকের জন্যও।
বাফুফে সূত্রে জানা যায়, ১৮ মে দেশে ফিরছেন জেমি ডে। এসেই চুক্তি নবায়নের বিষয়টি আলোচনা হবে। সঙ্গে লাওসকে কেন্দ্র করে জাতীয় ফুটবল দলের যাবতীয় কর্মপরিকল্পনাও চূড়ান্ত হবে বৈঠকে।
বিশ্বকাপ প্রাক বাছাইয়ের জন্য দেশের বাইরে আপাতত ১০ দিনের ক্যাম্প করার পরিকল্পনা করছে বাফুফে। জুনের ৬ তারিখ লাওসের মাঠে অ্যাওয়ে ম্যাচ বাংলাদেশের। হোম ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে ১১ জুন।
জেমি ডে ফিরলেই চূড়ান্ত হচ্ছে সবকিছু । আপাতত সে দিকেই নজর বাফুফের। সংস্থাটির সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ সারাবাংলাকে বলেন, ‘জেমি ডে আসবে জুনের তৃতীয় সপ্তাহে। তখনই আমরা চুক্তির বিষয়টি চূড়ান্ত করবো। লাওস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে।’
সারাবাংলা/জেএইচ