Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফণীর কবলে পেছালো বিপিএল


৫ মে ২০১৯ ২১:০০ | আপডেট: ৫ মে ২০১৯ ২২:১৩

ঢাকা: বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনাল ম্যাচ বাতিল করা হয়েছে ফণী দেখিয়ে। তার তিন দিন পর (৬ মে) শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানেও ‘ফণীর বাগড়া’। বৈরি আবহাওয়ার কারণ দেখিয়ে পেছানো হলো বিপিএলের দ্বিতীয় পর্বও।

৬ মে থেকে বিপিএলের দ্বিতীয় লেগ শুরু হবে ৯ মে।

রবিবার পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী জরুরি প্রেস ব্রিফিং ডেকে এ কথা জানান।

তিনি বলেন, ‘৬ তারিখ থেকে শুরু হওয়ার যাবতীয় প্রস্তুতি নেয়া সম্পন্ন হলেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ফণীর কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে বাফুফের গত ৩ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী বিপিএল পিছিয়ে ৯ তারিখ করা হয়েছে।’

প্রতি মৌসুমেই লিগ নিয়ে এমন নাটক দেখা যায়। লিগ পেছানোর সংস্কৃতি অনেক পুরনো বাফুফের।

নীলফামারীতে বসুন্ধরা কিংস ও শেখ জামালের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের দ্বিতীয় পর্ব। একই দিনে শহীদ ভুলু স্টেডিয়ামে নোফেলের সঙ্গে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সঙ্গে লড়বে চট্টগ্রাম আবাহনী। লিগ শেষ হবে ৪ আগস্ট।

সারাবাংলা/জেএইচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর