Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৩ মাস পর জাতীয় দলের সঙ্গে স্মিথ-ওয়ার্নার


৫ মে ২০১৯ ১৮:৪৮

গত বছর বল টেম্পারিং কাণ্ডকে পেছনে ফেলে এখন সামনে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। টেম্পারিংয়ের সেই ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া দুই ক্রিকেটার স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার এরই মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

বিশ্বকাপের আগে দলের প্রস্তুতি ক্যাম্পে স্মিথ-ওয়ার্নারের যোগদান ইতিবাচক হিসেবে দেখছে টিম অস্ট্রেলিয়া। গত বছরের মার্চে বল টেম্পারিং কাণ্ডে ১ বছর নিষিদ্ধ হওয়ার পর, দুজনই মুক্তি পান চলতি বছরের মার্চে।

বিজ্ঞাপন

বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে গত শুক্রবার থেকেই। প্রথম দুদিনের ক্যাম্পে ছিলেন না স্মিথ-ওয়ার্নার। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, অসুস্থতাজনিত কারণে তাদের প্রথম দুই দিন দলের সঙ্গে অনুশীলন করানো হয়নি।

রোববার (৫ মে) কিছুটা সুস্থ হওয়ায় প্রায় ১৩ মাস পর জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছেন এ দুই ক্রিকেটার। সোমবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি প্রস্তুতি ম্যাচের সবকয়টিতেই খেলার সম্ভাবনা রয়েছে স্মিথ-ওয়ার্নারের।

নিষেধাজ্ঞা কাটলেও পাকিস্তানের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের স্কোয়াডে ছিলেন না স্মিথ-ওয়ার্নার। দুজনই খেলেছেন আইপিএলে।

সারাবাংলা/এমআরপি

বল টেম্পারিং বিশ্বকাপ স্মিথ-ওয়ার্নার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর