Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচিতে পরিবর্তন


৪ মে ২০১৯ ১৯:১০

ঘূর্ণিঝড় ফণীর প্রভাব পড়েছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ সিরিজে। বাংলাদেশ সফরে আসা পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দলকে হারিয়ে নিজেদের শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। দুটি তিনদিনের ম্যাচের প্রথমটিতে স্বাগতিকরা সফরকারী পাকিস্তানকে হারিয়েছে ৫ উইকেটে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল আগামীকাল (রোববার, ৫ মে)। তবে, বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। এছাড়া, সূচিতে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটির সময় বদলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিন দিনের ম্যাচের প্রথমটিতে ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান সাকিব শাহরিয়ার। ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তোলে ১৪৮ রান। জবাবে, বাংলাদেশ ১৩৯ রানেই অলআউট হয়। কিছুটা এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তান সবকটি উইকেট হারিয়ে তোলে ১১০ রান। বাংলাদেশের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১২০ রান। ৫ উইকেট হারিয়ে টাইগাররা তোলে ১২১ রান। এই জয়ে রিহাদ খানের দলটি ১-০ ব্যবধানে এগিয়ে।

বিজ্ঞাপন

দুই দলের পরের সবগুলো ম্যাচ হবে খুলনায়। আগের সূচি অনুযায়ী শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ মে সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবর্তিত সূচিতে এই ম্যাচটি শুরু হবে আগামী ৬ মে।

এরপর দুই দল লড়বে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে। আগের সূচিতে ১০, ১২, ১৫ মে ওয়ানডে গুলো অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নতুন সূচিতে প্রথম দুই ওয়ানডের তারিখ বদলানো হয়েছে। প্রথম ওয়ানডে ১১ মে আর দ্বিতীয় ওয়ানডে ১৩ মে অনুষ্ঠিত হবে। তবে, তৃতীয় ওয়ানডে আগের সূচি অনুযায়ী ১৫ মে হবে। সফরকারী পাকিস্তান ১৬ মে বাংলাদেশ ত্যাগ করবে।

সারাবাংলা/এমআরপি

** প্রস্তুতি ম্যাচে আইরিশ উলভসের মুখোমুখি টাইগাররা

অনূর্ধ্ব-১৯ পাকিস্তান বাংলাদেশ সিরিজ সূচি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর