Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রতারক’ মেসিকে ‘নিষিদ্ধ’ করার আবেদন


৪ মে ২০১৯ ১৮:২৫

লিভারপুল সমর্থকেরা কিছুতেই বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসির প্রতারণা মানতে পারছেন না। আর্জেন্টাইন তারকাকে ইংলিশ ক্লাবটির সমর্থকরা নাম দিয়েছেন ‘প্রতারক’। এমনকি তারা মেসিকে ‘নিষিদ্ধ’ করার জন্য আবেদন করার সিদ্ধান্তও নিয়েছেন। ইংলিশ ক্লাবটির সমর্থকদের মতে, মেসি দুটো প্রতারণার আশ্রয় নিয়েছেন।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে লিভারপুলকে আতিথ্য জানায় বার্সা। সেই ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে দেয় কাতালান ক্লাবটি। তাতে ফাইনালে এক পা দিয়ে রেখেছে মেসির দল। এই ম্যাচে মেসি করেন জোড়া গোল, বাকিটি করেন লুইস সুয়ারেজ।

বিজ্ঞাপন

লিভারপুলের সমর্থক গোষ্ঠী এমন হারের পর যারপরনাই হতাশ। চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে আতিথ্য নেবে বার্সা। আগামী সপ্তাহে অনুষ্ঠেয় ওই ম্যাচে বার্সার দলপতি মেসিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে ‘অল রেডস’ সমর্থকরা। তাদের দাবি, প্রথম লেগের ম্যাচে লিভারপুলের ব্রাজিলিয়ার মিডফিল্ডার ফ্যাবিনহোকে ঘুষি মেরেও পার পেয়ে গেছেন বার্সা অধিনায়ক। উল্টো মেসিদের পক্ষেই বাঁশি বাজান রেফারি। ৩০ গজ দূর থেকে নেওয়া চোখ ধাঁধানো ফ্রি-কিক থেকে গোল করে কাতালানদের হয়ে ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি নিজে।

এরই মধ্যে লিভারপুলের সমর্থকরা মেসিকে নিষিদ্ধ করতে উয়েফাকে বাধ্য করতে একটি অনলাইন পিটিশন চালু করেছেন। পিটিশনে এরই মধ্যে ৫ হাজারের বেশি সমর্থক সই করেছেন। আবেদনটির পক্ষে সাড়ে ৭ হাজার স্বাক্ষর পড়লেই আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে নিষেধাজ্ঞার আবেদনটি করা হবে। পিটিশনের টাইটেলে লেখা হয়েছে: ‘ফ্যাবিনহোর মাথায় আঘাত করায় মেসিকে নিষিদ্ধ করা হোক। মূলত ফ্যাবিনহোকে ঘুষি মারার কারণেই ফ্রি-কিক উপহার পেয়ে তা থেকে গোল করেছেন মেসি। উয়েফার এই বিষয়টা দেখা উচিত।’

বিজ্ঞাপন

নিজেদের দাবিকে জোরালো করতে ফ্যাবিনহোকে মেসির সেই ‘পাঞ্চ’-এর ছবিও সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেছে স্বাক্ষরকারীরা। ছবিটি ভাইরালও হয়েছে দ্রুত।

ফ্রি-কিক থেকে মেসির গোল নিয়েও আপত্তি তুলেছেন লিভারপুল সমর্থকরা। ফ্রি-কিকটি আদায় করে নেওয়ার মতো কিকটি নেওয়ার পথেও মেসি রেফারির চোখে ধুলো দিয়েছেন। ফাউলের জায়গা থেকে মেসি ফ্রি-কিকটি নিয়েছেন ৩ মিটার দূরত্ব চুরি করে। মানে, যেখানে ফাউলটা হয়েছিল, মেসি ফ্রি-কিকটা নিয়েছেন সেখান থেকে লিভারপুলের পোস্টের দিকে ৩ মিটার এগিয়ে।

লিভারপুল সমর্থকদের দাবি, ফাউলটা আসলে করেছেন মেসিই। তিনি বাধা দিতে আসা লিভারপুলের ফ্যাবিনহোর মাথায় হাত দিয়ে আঘাত করেন। এদিকে, টিভি রিপ্লেও লিভারপুল সমর্থকদের দাবিকেই সমর্থন করছে। যেখানে দেখা যায়, সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু-ওয়ান করে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন মেসি। তাকে বাধা দেন ফ্যাবিনহো। ঠিক তখনোই কৌশলে মেসি নিজের বাম হাত দিয়ে ফ্যাবিনহোর মাথার নিচের দিকে ‘পাঞ্চ’ করে বসেন। এখন দেখা যাক, কোথাকার জল কোথায় গড়ায়।

সারাবাংলা/এমআরপি

** ছয়শতম গোলে মেসির চুরি তিন মিটার!

চ্যাম্পিয়ন্স লিগ নিষিদ্ধ প্রতারক মেসি লিভারপুল সেমি ফাইনাল

বিজ্ঞাপন

আজিমপুরে শায়িত প্রবীর মিত্র
৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৬

আরো

সম্পর্কিত খবর