প্রস্তুতি ম্যাচে আইরিশ উলভসের মুখোমুখি টাইগাররা
৪ মে ২০১৯ ১৪:৫৭ | আপডেট: ৫ মে ২০১৯ ১৩:০৫
আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় রণের আগে গা গরমের ম্যাচে মাঠে নামছে মাশরাফির বাংলাদেশ। সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচটিতে প্রতিপক্ষ হিসেবে টাইগাররা পাচ্ছে আয়ারল্যান্ড উলভসকে। ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব মাঠে ম্যাচটি মাঠে গড়াবে রোববার (৫ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে।
একই দিন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাবে সফরকারী উইন্ডিজদের মোকাবিলা করবে স্বাগতিক আয়ারল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড উলভসের অধিনায়কের দায়িত্ব পালন করবেন হ্যারি টেক্টর। বলে রাখা ভালো, গেল জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে এই টেক্টরই স্বাগতিকদের বিপক্ষে আয়ারল্যান্ড উলভসকে নেতৃত্ব দিয়েছিলেন।
ইনজুরি থেকে ফেরা মিডল অর্ডার ব্যাটসম্যান জেমস শ্যানন ও পেসার ট্রাইওনকে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে।
আয়ারল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাচক অ্যান্ড্রু হোয়াইট জানিয়েছেন, ‘একই দিন দুটি খেলা মাঠে গড়াবে। একদিকে আয়ারল্যান্ড জাতীয় দল, আরেকদিকে আয়ারল্যান্ড উলভস… যা আমাদের সুযোগ করে দিচ্ছে ২২ জন ক্রিকেটারের পারফরম্যান্স বিবেচনা করার।’
মূলত এই প্রস্তুতি ম্যাচটির মাধ্যমেই আয়ারল্যান্ড কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বড় সুযোগ পাচ্ছে টিম বাংলাদেশ। আগামী ৭ মে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জেসন হোল্ডারের উইন্ডিজকে মোকাবেলা করবে মাশরাফির বাংলাদেশ।
আয়ারল্যান্ড উলভসে ডাক পাওয়া ক্রিকেটাররা হচ্ছেন: হ্যারি টেক্টর (অধিনায়ক), মার্ক এডেইর, জেমস ক্যামেরন-ডো, পিটার চেজ, স্টিফেন ডোহেনি, শেন গেটকাটে, ট্রাইওন কেন, নেইল রক, জেমস শ্যানন, সিমি সিংহ, জ্যাক টেক্টর ও ক্রেইগ ইয়াং।
সারাবাংলা/এমআরএফ/এমআরপি