বঙ্গমাতা গোল্ডকাপে বাংলাদেশ ও লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
৩ মে ২০১৯ ১৮:১৬ | আপডেট: ৩ মে ২০১৯ ১৯:২০
ঘূর্ণিঝড় ফণীর আঘাত হানার কারণে বাংলাদেশ এবং লাওসকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
তবে ঘূর্ণি ঝড়ের আঘাত হানার কারণে ম্যাচ স্থগিত করে দু’দলকে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
দ্বিতীয় সেমি ফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। প্রথম সেমি ফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপের ফাইনালে উঠেছে লাওস।
ছয় জাতির আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু হয়েছে ২২ এপ্রিল। বাংলাদেশসহ নারীদের নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক এই টুর্নামেন্টে অংশ নেয় আরও পাঁচটি দল- মঙ্গোলিয়া, লাওস, তাজিকিস্তান, কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
সারাবাংলা/এসএস/জেএইচ
বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ড কাপ বাংলাদেশ যুগ্ন চ্যাম্পিয়ন লাওস