Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শচীনকে ছাড়াই আফ্রিদির সর্বকালের সেরা একাদশ


১ মে ২০১৯ ১৮:০৫

বিশ্বকাপের সেরা একাদশ সাজাতে বলা হলে বেশিরভাগের তালিকায় থাকবেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সাজানো সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশে নেই টেন্ডুলকার। সেখানে একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন টিম ইন্ডিয়ার সব ফরম্যাটের দলপতি বিরাট কোহলি।

ওয়ানডে বিশ্বকাপের ছয়টি আসরে খেলা টেন্ডুলকার এই ইভেন্টেও সর্বোচ্চ রান করেছেন। ৪৫ ম্যাচ খেলে করেছেন সর্বোচ্চ ২২৭৮ রান। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন টেন্ডুলকার। ভারতের এই সাবেক রানমেশিন ফাইনালে খেলেছেন নিজের হোম গ্রাউন্ড মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ফাইনাল জেতার পর যাকে কাঁধে নিয়ে নেচেছিল পুরো ভারতীয় টিমের খেলোয়াড়রা, সেই টেন্ডুলকারের জায়গা হয়নি আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ দলে।

বিজ্ঞাপন

আফ্রিদির একাদশে আছেন পাঁচ পাকিস্তানি, চার অস্ট্রেলিয়ান, এক ভারতীয় আর একজন দক্ষিণ আফ্রিকার। আফ্রিদি ওপেনার হিসেবে জায়গা দিয়েছেন তারই স্বদেশি সাঈদ আনোয়ার এবং অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম গিলক্রিস্টকে। ব্যাটিং লাইনআপ হিসেবে সাজানো এই একাদশে তিন নম্বরে আছেন অস্ট্রেলিয়ান সাবেক দলপতি রিকি পন্টিং, যিনি ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ খেলেছেন। ২০০৩ এবং ২০০৭ বিশ্বকাপ উঠেছে পন্টিংয়ের হাতে।

আফ্রিদির একাদশে চার নম্বরে ভারতের বর্তমান দলপতি বিরাট কোহলি। পাকিস্তানের আরেক সাবেক দলপতি ইনজামাম উল হক পাঁচে, ছয়ে আছেন প্রোটিয়া তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। আফ্রিদি তার একাদশে ছয় ব্যাটসম্যানের সঙ্গে রেখেছেন তিন পেসার আর দুই স্পিনার।

বিজ্ঞাপন

পেসারদের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের মুলতান সুলতান খ্যাত বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম এবং গতির ঝড় তোলা শোয়েব আখতার। এছাড়া, পেস বোলিং অ্যাটাকে রেখেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রাকে। আর স্পিনার হিসেবে লঙ্কান লিজেন্ড মুত্তিয়া মুরালিধরন না থাকলেও আছেন অস্ট্রেলিয়ান গ্রেট শেন ওয়ার্ন এবং দুসরা ডেলিভারির জনক পাকিস্তানের সাকলাইন মুশতাক। মুরালিধরন ওয়ানডে বিশ্বকাপে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ উইকেট। সর্বোচ্চ ৭১ উইকেট দখলে রেখেছেন ম্যাকগ্রা। আর ওয়াসিম আকরামের দখলে আছে তৃতীয় সর্বোচ্চ ৫৫ উইকেট।

আফ্রিদি বিশ্বকাপের ২৭ ম্যাচ খেলে নিয়েছেন ৩০ উইকেট। তার একাদশে থাকা শোয়েব আখতার বিশ্বকাপের ১৯ ম্যাচ খেলে নিয়েছেন ৩০ উইকেট। এরমধ্যে ২০১১ বিশ্বকাপে ভারতের জহির খানের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ২১ উইকেট পেয়েছিলেন আফ্রিদি।

আফ্রিদির সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ:
সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, বিরাট কোহলি, ইনজামাম উল হক, জ্যাক ক্যালিস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, শোয়েব আখতার এবং সাকলাইন মুশতাক।

সারাবাংলা/এমআরপি

** হোম অব ক্রিকেটে মাশরাফির সঙ্গে সারাবাংলা’র ৩ মিনিট

বিশ্বকাপ শচীন টেন্ডুলকার শহীদ আফ্রিদি সর্বকালের সেরা সেরা একাদশ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর