কোহলি আমার থেকেও ভালো অধিনায়ক: গাঙ্গুলি
১ মে ২০১৯ ১৫:১১ | আপডেট: ১ মে ২০১৯ ১৫:১৬
সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন বিরাট কোহলি তার থেকেও ভালো অধিনায়ক। আসন্ন বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি। আইপিএলে ভারতীয় অধিনায়কের দল ব্যাঙ্গালুরু টানা ছয় ম্যাচ হারার পরে অধিনায়কের সামর্থ্য নিয়ে নানা গুঞ্জণ উঠেছে।
বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর পরে ভারতের অধিনায়কত্বের দায়িত্ব পড়েছে বিরাট কোহলির কাঁধে। ভারতীয় দলের হয়ে দারুণ অধিনায়কত্ব করলেও আইপিএলে তার দলের ভরাডুবি দেখেছে ক্রিকেট বিশ্ব। ডেইল স্টেইন কিংবা এবিডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের নিয়ে দল গড়ার পরেও আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
আর আইপিএলে এই ভরাডুবির কারণ হিসেবে কোহলির বাজে অধিনায়কত্বকেই দুষছেন অনেকে। তবে তার পাশে এসে দাঁড়িয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি কোহলিকে সমর্থন জানিয়েছেন। তার মতে, কোহলি দারুণ একজন অধিনায়ক। ভারতের হয়ে তার দারুণ রেকর্ড রয়েছে।
এছাড়াও প্রিন্স অব কলকাতা ভারতীয় বোলিং নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন। ভারতীয় বোলিং বিশ্বমানের সেটাও গাংগুলি মনে করেন।
গাঙ্গুলি আরও যোগ করেন, ‘প্রশ্নটা যখন অধিনায়কত্বের তখন অবশ্যই কোহলি দাদার থেকেও সেরা।’
সারাবাংলা/এসএস