আগামী বছরের মার্চে বাংলাদেশ গেমস
৩০ এপ্রিল ২০১৯ ২৩:৪৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ২৩:৫০
ঢাকা: বাংলাদেশ গেমস আয়োজনের চূড়ান্ত পরিকল্পনা করছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। ২০২০ সালের মার্চে হবে বাংলাদেশ গেমস। সর্বশেষ বাংলাদেশ গেমস হয়েছিল ২০১৩ সালে। ২০১৮ সালে হয়েছিল প্রথম যুব বাংলাদেশ গেমস। সোমবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় ৩৪ জন কার্যনির্বাহী মধ্যে উপস্থিত ছিলেন ২৫জন।
বিওএ’র এই সভায় আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। ২৭ জুলাই হচ্ছে বিওএ’র দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা। গত বছর যুব গেমসের জন্য এই সভা অনুষ্ঠিত হয়নি বলে জানান বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.)।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের গঠনতন্ত্র সংশোধন হচ্ছে। সংশোধিত গঠনতন্ত্র এই এজিএমে পাশ হবে। সহ-সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী সংবিধান কমিটির চেয়ারম্যান। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনা অনুযায়ী আইওসির চাহিদা অনুযায়ী স্বচ্ছ্বতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে বিওএ’র আর্থিক নীতিমালা তৈরী করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বিওএ’র ফান্ড রাইজিং করতে সরকারী তহবিলের উপর চাপ কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।
যার প্রেক্ষিতে দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার সিদ্ধান্ত নেয়া হয়। ব্রীজ ফেডারেশনকে নন অলিম্পিক ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে হিসেবে ফেডারেশনের একজন কর্মকর্তা আগামীতে বিওএ’র কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে পারবেন। ২৩ জুন অলিম্পিক ডে রান করা হবে।
এ বছর সাউথ এশিয়ান (এসএ) গেমস অনুষ্ঠিত হলে আলোর মুখ দেখবে না নবম বাংলাদেশ গেমস। সম্প্রতি বিওএ’র সভাপতি ও মহাসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশ গেমস আয়োজনের জন্য অনুমোদন পেয়েছেন।
তাছাড়া এসএ গেমস নিয়ে এখনো কোন নিশ্চয়তা দিতে পারেনি। তাই আগামী বছরের মার্চে বাংলাদেশ গেমসের নবম আসর আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ ২০১৩ সালে আয়োজিত হয়েছিল গেমসের অষ্টম আসর।
সারাবাংলা/জেএইচ