Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবি’র চিঠি পড়েনও না সাকিব!


৩০ এপ্রিল ২০১৯ ১৯:১৮ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ২০:০৫

সোমবার দুপুর আড়াইটায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশন আছে… এমন একটি বার্তা দিয়ে সাকিব আল হাসানের বরাবর চিঠি ইস্যু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। কিন্তু বিসিবি’র সেই চিঠিকে থোরাই কেয়ার করে গতকাল হোম অব ক্রিকেটে সাকিব এলেও দাপ্তরিক কাজ শেষে ফিরে গেছেন বাসায়।

ফলে তার অনুপস্থিতেই ফটোসেশন সেরেছেন বিশ্বকাপের স্কোয়াডে থাকা বাকি ১৪ ক্রিকেটার। সাকিবের এমন আচরণ তুলে ধরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদ প্রচার করলে রাতেই বিসিবি সভাপতির বাসায় গিয়ে সাকিব জানান, তিনি নাকি চিঠিটি পড়েননি! তাই দলের সঙ্গে অফিসিয়াল ফটোসেশনে তিনি অনুপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে সংবাদ মাধ্যমকে এ তথ্য দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।

তিনি জানান, ‘আপনাদেরকে একটা কথা বলি, যেটা কালকেই বলেছিলাম। আমি যখন নাকি বিসিবিতে ঢুকছি তখন সাকিবকে একটা ফোন দিয়েছিলাম। সকালে পত্রিকায় দেখেছি সে আইপিএল থেকে বাংলাদেশে এসেছে। সে আসলে আমার সাথে যোগাযোগ হয়, কিন্তু তখনো হয়নি। আমি বললাম তুমি ঢাকায়? সে বললো, হ্যাঁ ঢাকায়, আমি তো ভারত থেকে চলে এসেছি। আমি বললাম তাহলে তো দেখা হবে। সাকি বললো, না আমিতো বিসিবি থেকে বেরিয়ে গেছি। এই পর্যন্তই। সে বলেছিল রাতে আমার বাসায় আসবে। রাতে সে এসেছে ঠিকই। এসে আমাকে যে জিনিসটা বলেছে, সেটা হলো ফটোসেশনের ম্যাসেজটা পেয়েছি ঠিকই, কিন্তু সেটা পড়িনি। কাজেই আমি জানতাম না ওখানে ফটোসেশন আছে।’

কী আশ্চর্য! যে বিসিবি থেকে তার রুটি রুজি হয়,তাদের চিঠিই তিনি পড়ে দেখেন না! এমন উত্তর কতটা যুক্তিযুক্ত? উত্তরে পাপন জানালেন, ‘আমি সেই উত্তর কালকেই দিয়ে দিয়েছি।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল সাকিবের সেই আচরণে পাপন বলেছিলেন, ‘আমার মনে হয় টিমের অন্যারা এতদিনে অভ্যস্থ হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

এদিকে সাকিবের এমন আচরণের খবর সংবাদ মাধ্যম ও টিভি টক শো তে দেখে রীতিমতো তেলে-বেগুনে জ্বলে উঠেছেন সাকিবের স্ত্রী শিশির। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নিজের ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকদের বাজেভাবে কটাক্ষ করেছেন তিনি।

সে বিষয়ে পাপনের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘আমি এটা প্রথম শুনলাম। আমি ফেইসবুক ব্যবহার করি না। আমি আপনাদের বলব সাকিব তো এখনো দেশে আছে…। যেহেতু শুনলাম, আপনারা নিশ্চিত থাকেন আমি তাকে বলবো এই ধরণের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে।’

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

চিঠি ফটোসেশন বিসিবি সাকিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর