Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমার্ধ শেষ, মনিকার গোলে বাংলাদেশের লিড


৩০ এপ্রিল ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০১৯ ১৯:৪৭

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় সেমি ফাইনালে মাঠে নেমেছে বাংলাদেশ-মঙ্গোলিয়া। এই ম্যাচে চোটের কারণে নেই টাইগ্রেসদের দুই সেরা খেলোয়াড় সিরাত জাহান স্বপ্না এবং কৃষ্ণা রানী সরকার। মনিকা চাকমার একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

প্রথম সেমি ফাইনালে কিরগিজস্তানকে উড়িয়ে দিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী গোল্ডকাপের ফাইনালে উঠেছে লাওস। কিরগিজদের ৭-১ ব্যবধানে হারিয়েছে লাওস। পের হ্যাটট্রিকে ৭-১ গোলে জিতেছে লাওস। টুর্নামেন্টে টানা তিন জয় পায় দলটি। এ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার পথে মঙ্গোলিয়াকে ৫-০ ও তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাওস।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ এপ্রিল) ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে কোচ গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা। ম্যাচের নবম মিনিটে মারজিয়ার দারুণ গতির কাছে হার মেনেছিল মঙ্গোলিয়ার ডিফেন্ডাররা। তবে, অফসাইডের কারণে মারিয়া স্কোর করতে পারেননি। ১৫ মিনিটের মাথায় মারিয়া মান্ডার বাড়ানো বলে শট নিয়েছিলেন মারজিয়া। সেবারও ব্যর্থ হন তিনি। দুই মিনিট পর সহজ সুযোগ পান সানজিদা। প্রতিপক্ষের গোলরক্ষকের ভুল পাস ধরে তিন ডিফেন্ডারকে কাটিয়ে শট নিয়েছিলেন এস সেভেন খ্যাতি পাওয়া এই খুদে টাইগ্রেস। গোলরক্ষক ঝাপিয়ে তার শটটি রুখে দেন।

২০ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করতে পারেননি মারিয়া, সানজিদারা। বল পেয়েছিলেন ডি বক্সে অফমার্কে থাকা ডিফেন্ডার আঁখি খাতুন। বেশ সময় নিয়ে জোরালো শট নেন তিনি। তবে, বলের গতির সামনে এসে বাধা হয়ে দাঁড়ান মঙ্গোলিয়ান সলোঙ্গো চিনবাতার। তার গায়ে লাগলে নিশ্চিত গোলের হাত থেকে বেঁচে যায় মঙ্গোলিয়া। ফিরতি কর্নার থেকে বলে শট নিয়েছিলেন বাংলাদেশের দলপতি মৌসুমী। গোলবারের উপর দিয়ে বল বেরিয়ে যায়।

বিজ্ঞাপন

২৪তম মিনিটে গোলবারের বামদিক দিয়ে আক্রমণ সাজান মারজিয়া। তার বাঁকানো শট রুখে দেন মঙ্গোলিয়ার গোলরক্ষক তেজাভ এরদেনেবিলেগ। ২৭ মিনিটে আঁখির লম্বা পাস ধরতে পারেননি সাজেদা। ৩৩ মিনিটে শামসুন্নাহারের দুর্বল শট জমা পড়ে মঙ্গোলিয়ার গোলরক্ষকের গ্লাভসে। ৩৭ মিনিটে মারজিয়ার শট ডিফেন্ডারের গায়ে লেগে ফিরলে ফিরতি শট নেন সাজেদা। এবারও প্রতিপক্ষের শক্ত ডিফেন্সে বাধা পায় বল।

প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে বাংলাদেশ লিড নেয়। টুর্নামেন্টের সেরা গোল হওয়ার যোগ্য এটি। মনিকা চাকমার একক প্রচেষ্টায় বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে যায়। ডানদিক থেকে আসা বলের গতি ধরে রেখে প্রথমে হেড করে বল নিজের আয়ত্বে নেন মনিকা। এরপর তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে শট নেন, তাতে মঙ্গোলিয়ার গোলরক্ষকও কিছুটা ভ্রান্ত হলে বল গিয়ে জালে আশ্রয় নেয়।

গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে পা রাখে বাংলাশে। অপরদিকে লাওসের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও; তাজিকিস্তানকে হারিয়ে শেষ চারের টিকিট পায় মঙ্গোলিয়া। বাংলাদেশ নিজেদের প্রথম দুই ম্যাচে আরব আমিরাত আর কিরগিজস্তানকে হারায়।

সারাবাংলা/এমআরপি

ফাইনাল বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ বাংলাদেশ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর