Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসা জটিলতা কাটিয়ে ভারতে সানডে


৩০ এপ্রিল ২০১৯ ১৩:৪৯

ভিসা জটিলতায় সানডে সিজোবাকে ছাড়াই ভারতে গেছে ঢাকা আবাহনী। বিপিএলের সর্বোচ্চ স্কোরারকে ছাড়া ভারতের ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন চেন্নাইন এফসির বিপক্ষে নামা বেশ কঠিন। সেইদিক চিন্তা করেই ভিসার জটিলতা নিরসনে লেগে ছিল বিপিএল চ্যাম্পিয়নরা। ভিসার জটিলতা কাটিয়ে ভারতে দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন সানডে সিজোবা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সানডে সিজোবা এখন ভারতের কলকাতা হয়ে চেন্নাইনের ফ্লাইট ধরছেন। সকাল ৯টায় ঢাকা ত্যাগ করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে আবাহনী।

বিজ্ঞাপন

ভারতের আহমেদাবাদে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মধ্য দিয়ে চেন্নাইনও তাদের তৃতীয় ম্যাচ খেলবে।

সানডের ভিসা নিয়ে ঝামেলার নিষ্পত্তি হলো কিভাবে সারাবাংলাকে জানালেন সত্যজিৎ দাস রুপু, ‘কালকে আবাহনীর চেয়ারম্যান (সালমান এ এফ রহমান) ও ডিরেক্টর ইন চার্জ (কাজী নাবিল আহমেদ) মিলে সানডের ভিসার সমস্যার সমাধান করেছেন। আমরা সোমবার বিকেল ৫টায় কনফার্মেশন পাই। রাতে ফ্লাইট ধরার চেষ্টা করেছি কিন্তু পাইনি। সকালে সে রওনা হয় ভারতের উদ্দেশ্যে।’

সানডেকে পেলেও ইনজুরিতে ছিটকে গেছেন দলের সেরা ডিফেন্ডার তপু বর্মণ। দলের সঙ্গে ভারতে গেলেও পুরো ফিট নন আরেক ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা।

‘ই’ গ্রুপ থেকে লড়ছে দুই দল। পয়েন্ট টেবিলের যে চিত্র তাতে আবাহনী- চেন্নাইন দুই দলেরই সমান ৪ পয়েন্ট। এক জয় এবং এক ড্র। তবে গোল গড়ে এগিয়ে থাকায় শীর্ষে চেন্নাইন। গ্রুপে থাকা অপর দলটি মিনার্ভা পাঞ্জাবের দুই ড্রয়ে দুই পয়েন্ট। নেপালের মানাং মার্সিয়াং এখনো পয়েন্টের খাতাই খুলতে পারেনি।

বিজ্ঞাপন

আবাহনী জিতলে টেবিলে শীর্ষে উঠে যাবে। ড্র করলে চেন্নাইনের পেছনেই থাকতে হবে। তবে ড্র নয়; পূর্ণ ৩ পয়েন্টের জন্যই মাঠে নামবে আবাহনী। এমন কথাই জানান আবাহনী অধিনায়ক শহিদুল আলম সোহেল। এই ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি ভালো হয়েছে আবাহনীর। পাঞ্জাবের বিপক্ষে ঘরের মাঠে পূর্ণ পয়েন্ট থেকে বঞ্চিত হলেও, চেন্নাইনের মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে চায় মারিও লেমস শিষ্যরা।

এএফসি কাপে টানা তৃতীয়বারের মতো খেলছে আবাহনী। গত দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় আকাশি-নীলরা। সেই হিসেবে এবার দুর্দান্ত পারফরম্যান্স তাদের। নেপালের ক্লাব মানাংয়ের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুরু। সেই ম্যাচটি নেপালের মাটিতেই হয়েছিল। পরের ম্যাচে ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাঞ্জাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবাহনী। তবে চেন্নাইনের বিপক্ষে জয়ে চোখ রাখছে দেশের সেরা দলটি।

সারাবাংলা/জেএইচ/এমআরপি

আবাহনী সানডে সিজোবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর