বিশ্বকাপে ব্যক্তিগত নিরাপত্তা পাচ্ছে টাইগাররা
২৯ এপ্রিল ২০১৯ ২০:০০ | আপডেট: ১২ মে ২০১৯ ১৪:২৬
গেল মার্চে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় মৃত্যুকে নিঃশ্বাস দুরত্ব থেকে দেখে এসেছেন বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকজন সদস্য। এরপর থেকেই নিরাপত্তা ইস্যুতে নড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সেই তৎপরতার অংশ হিসেবে বিশ্বকাপে বাংলাদেশ দলের জন্য ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থাটি।
বিশ্বকাপ চলাকালীন আইসিসির দেওয়া নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ইংল্যান্ডে মাশরাফিদের সঙ্গে থাকবেন ওখানকার এলিট প্রাইভেট সিকিউরিটি ফোর্সেস এবং বিসিবির নিয়োগকৃত নিরাপত্তাকর্মীরা। আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কর্তৃক দেওয়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে থাকবেন বিসিবি কর্তৃক নিয়োজিত একজন নিরাপত্তারক্ষী।
সোমবার (২৯ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন ও বিশ্বকাপ দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একথা বলেন।
পাপন জানান, ‘নিউজিল্যান্ডের ওই ঘটনার পরে নিরাপত্তা একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা বড় সমস্যা। এটা নিয়ে আমরা চূড়ান্ত একটি সিদ্ধান্ত নিলাম। আমরা ওখানকার অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করে ইউকেতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা ভিভিআইপি গেলে যে সমস্ত প্রাইভেট সিকিউরিটি নেয়া হয় আমরা ওদের সাথেও কথা বলে ফাইনাল করে ফেলেছি। আমরা আজ তাদের জানিয়ে দিলাম যে, ওদের সাথে আমাদের প্রাইভেট সিকিউরিটি থাকবে। বোর্ড থেকেও আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে একজন না একজন থাকবে। সব দিক দিয়ে আমি মনে করি এখন পর্যন্ত ঠিক আছে।’
পাপন এ সময় কথা বলেন, বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড নিয়েও। তার চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে ভালো দল এবং সেরা দল। এই দলটিকে নিয়ে তার লক্ষ্যও এখন আকাশ ছোঁয়া, ‘বিশ্বকাপের লক্ষ্য নিয়ে আমরা বসেছিলাম। সিনিয়রদের সাথেই মূলত বসেছিলাম। টার্গেট একটাই… সবগুলো ম্যাচ জেতার জন্যই আমরা যাব। সর্বোচ্চ যত ম্যাচ জেতা যায় ততই ভালো।’
তিনি আরও জানান, ‘আমাদের জানা মতে এখন পর্যন্ত বিশ্বকাপে আমরা যতগুলো দল পাঠিয়েছি সবগুলোই ভালো ছিল, সেরা প্লেয়ারদেরকেই আমরা পাঠিয়েছি। তবে এইবারের বিশ্বকাপ দলটি নিয়ে যেহেতু আমরা আগে থেকেই চিন্তা ভাবনা করছিলাম, এই দলটাই আমরা দুই-তিন বছর ধরে সেট করার চেষ্টা করেছি। অতএব সেদিক থেকে চিন্তা করলে এবার মোটামুটি যতকিছু করা সম্ভব আমরা চেষ্টা করেছি। অনেক আগে থেকেই চেষ্টা ছিল বিশ্বকাপে একটি ভালো স্কোয়াড পাঠানোর জন্য। সেটা আমরা করতে পেরেছি বলে আমার ধারণা।’
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
** বিশ্বকাপের জার্সি গায়ে মাশরাফিরা