Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারলে ধৈর্য ধরবেন, আশা করি ভালো কিছু করবো: মাশরাফি


২৯ এপ্রিল ২০১৯ ১৮:২৫

দর্শকরাই তো ক্রিকেটের প্রাণ। তাদের আবেগেই আজ বেগবান লাল সবুজের ক্রিকেট। দেশের হয়ে মাশরাফি-সাকিবরা যখন ম্যাচ জেতেন, সেই জয়ের আনন্দে উদ্বেলিত হন লাল সবুজের কোটি কোটি ভক্তরা। আবার যখন হেরে যান তখন তাদের মতো বেদনায় ভারাক্রান্ত আর কেউই হন না। তবুও প্রিয় দল, প্রিয় খেলোয়াড়কে ছেড়ে যান না। আশায় বুক বাধেন, আজ হয়নি তো কী হয়েছে? কাল নিশ্চয়ই হবে।

বিশ্বকাপ সামনে রেখে সেই ক্রিকেটপ্রাণদের উদ্দেশ্যে বার্তা দিলেন দলপতি মাশরাফি বিন মোর্ত্তজা। উদাত্ত আহবান জানালেন যেন বিশ্বকাপের কোনো ম্যাচে হেরে গেলেও যেন তারা আশাহত না হন।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সোমবার (২৯ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন ভক্তদের উদ্দেশ্যে মাশরাফি বলেন, ‘আপনারা সবসময় আমাদের যে সমর্থন দিয়ে আসছেন, সে সমর্থন দেবেন। আমার ব্যক্তিগত চাওয়া পুরো দলকে আপনারা সমর্থন যোগাবেন। আপনারা সবসময় আমাদের শক্তি। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর থেকে দেখতে পাচ্ছি, একের পর এক ম্যাচ হেরেছি তারপরও গ্যালারি ভরা দর্শক। আপনারা যে মনোবল নিয়ে আমাদের সাথে ছিলেন হয়তোবা সেটা বিশ্বকাপেও থাকবে।’

ম্যাশ আরও জানান, ‘আমরা বিদেশে বিশ্বকাপ খেলতে যাচ্ছি। রোযা-ঈদের মাঝেও আমরা সেরাটা দেওয়ার চেষ্ট করবো। আমাদের দিক থেকে কোনো ত্রুটি আশা করি থাকবে না। তবে ভালো করতে আমরা সবাই মুখিয়ে আছি। আপনারা দোয়া করবেন খেলায় উত্থান-পতন থাকবেই। হারলে ধৈর্য ধরবেন, আশা করি ভালো কিছু করবো আমরা।’

৫ মে থেকে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। যেখানে প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। সেখান থেকে পয়েন্টে এগিয়ে থাকা দুই দল খেলবে সিরিজের ফাইনালে। ১৭ মে অনুষ্ঠিত হবে সিরিজের ফাইনাল।

বিজ্ঞাপন

৩০ মে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা। মূল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এরপর ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত আর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা।

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড:
মাশরাফি বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান।

সারাবাংলা/এমআরএফ/এমআরপি

** মাশরাফির শেষ বিশ্বকাপ

টাইগার বিশ্বকাপ মাশরাফি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর