Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সতর্ক কোচ, বড় ব্যবধানের জয়ে আশাবাদী অধিনায়ক


২৮ এপ্রিল ২০১৯ ২০:০৬

টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব–১৯ বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালে নাম লিখিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মঙ্গোলিয়াকে। প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। আর দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী আশাবাদী বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালে ওঠার।

নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-১ গোলের জয় পায় টাইগ্রেসরা। তিন দলের গ্রুপে টানা দুই জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে স্বাগতিকরা।

বিজ্ঞাপন

‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাওস। মঙ্গোলিয়ার বিপক্ষে তাজিকিস্তান হেরেছিল ৩-০ গোলে। নিজেদের প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে ৫-০ গোলে হারিয়ে দেয় লাওস। আর তাজিকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রাখে দলটি। টানা দুই হারে তাজিকিস্তানের বিদায়ে গ্রুপ রানার্সআপ হয় মঙ্গোলিয়া।

সেমি-ফাইনাল সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববার (২৮ এপ্রিল) সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। দলের অনুশীলন শেষে ছোটন জানালেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। সেটা মেয়েরা বেশ ভালো করেই পূরণ করেছে। সেমিফাইনাল অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর মঙ্গোলিয়া খুবই ভালো দল। ভালো খেলেই সেমিফাইনালে এসেছে তারা। মঙ্গোলিয়ার খেলা টিভিতে দেখেছি। কোচিং স্টাফদের সবাই আমরা মাঠে গিয়েও দেখেছি। আমার কাছে মনে হয়েছে কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ও মঙ্গোলিয়া একই ধরনের দল। সবার কৌশল প্রায় কাছাকাছি মনে হয়েছে।’

বিজ্ঞাপন

গ্রুপ পর্বের দুই ম্যাচেই মাঠে হাজির হয়েছিলেন হাজার হাজার দর্শক। মৌসুমী, তহুরা, স্বপ্নাদের আক্রমণের সঙ্গে সঙ্গে গ্যালারিতে গর্জন উঠেছিল। ছোটন যোগ করেন, ‘মাঠে এসে মেয়েদের উৎসাহ দেওয়ার জন্য দর্শকদের ধন্যবাদ জানাই। গত দুই ম্যাচের মতো সেমিতেও ভালো খেলবে আমার মেয়েরা। এটা আমার বিশ্বাস। মঙ্গোলিয়াও আমাদের আক্রমণ থামাতে চেষ্টা করবে। তবে শঙ্কিত নই আমরা। তাদের দুটি ম্যাচ আমরা দেখেছি, আমাদের হোমওয়ার্কও হয়েছে। জেতার জন্য সর্বোচ্চটা দেবে আমার মেয়েরা। আগের ভুলত্রুটিগুলো থেকে বেরিয়েও উন্নতি করবে।’

এদিকে, চোটের কারণে সেমিফাইনালে কৃষ্ণা ও স্বপ্নাকে পাওয়ার সম্ভাবনা খুব কম। তারপরও দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমী আশাবাদী, ‘সেমিফাইনালের জন্য আমরা পুরোপুরি ফিট। মঙ্গোলিয়ার খেলা দেখে আমরা বেশ কিছু ধারণা নিয়েছি। তাদের কৌশল নিয়ে কোচিং স্টাফ আমাদের ধারণা দিয়েছে। নিজেদের সেরাটা দিয়েই বড় ব্যবধানে জেতার চেষ্টা করবো আমরা। সকলের কাছে দোয়া চাইছি।’

প্রথম সেমিফাইনালে লাওসের প্রতিপক্ষ কিরগিজস্তান। ম্যাচটি হবে ২৯ এপ্রিল। আর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ-মঙ্গোলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল সন্ধ্যা ছয়টায়।

সারাবাংলা/এমআরপি

** মেসির রেকর্ড বইয়ে আরেকটি নতুন পালক

গোলাম রব্বানী ছোটন বঙ্গমাতা আন্তর্জাতিক টুর্নামেন্ট বাংলাদেশ মঙ্গোলিয়া মৌসুমী সেমিফাইনাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর