Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগায় নতুন রেকর্ডের সামনে মেসি


২৭ এপ্রিল ২০১৯ ১৮:২৬

লিওনেল মেসি যার স্তুতি বর্ণনা করতে করতে ফুরিয়ে যায় শব্দভাণ্ডার। একের পর এক রেকর্ড বুকে নাম তুলেছেন তিনি। এবার আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আর্জেন্টাইন এই জাদুকর। রাত পৌনে একটায় বার্সেলোনা নামছে লেভান্তের বিপক্ষে। এ ম্যাচে মাঠে নামলেই খেলে ফেলবেন বার্সার হয়ে ৪৫০টি লিগ ম্যাচ।

লা লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার নামটি লিও মেসির। সেই সাথে আছে সর্বোচ্চ এসিস্টদাতাদের তালিকার সবার উপরে। এবার নিজের নামের পাশে লেখাতে চলেছেন বার্সার হয়ে লা লিগায় ৪৫০তম ম্যাচ খেলার রেকর্ড।

বিজ্ঞাপন

লা লিগায় এখন পর্যন্ত ৪৪৯টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। আর লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলাদের তালিকায় ১৮ নম্বরে অবস্থান করছেন লিও।

এ মৌসুমে শিরোপার খুব কাছেই রয়েছে কাতালানরা। এই মৌসুমে শিরোপা জয় করতে পারলেই মেসি জিতবেন বার্সার ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক লিগ ট্রফি। শিরোপা জয় করলে মেসি জিতবেন ১০টি লা লিগার ট্রফি। যা করতে পারেননি বার্সার ইতিহাসের আর কেউই। লা লিগায় সব থেকে বেশি শিরোপা জিতে সবার উপরে আছেন রিয়াল মাদ্রিদ লেজেন্ড গেন্তো।

সারাবাংলা/এসএস

বার্সেলোনা লা লিগা লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর