‘সেরা অধিনায়ক’ মাশরাফিতে আস্থা আশরাফুলের
২৭ এপ্রিল ২০১৯ ১৬:১৩ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ২৩:১৭
বাংলাদেশে এমন কোনো গতিসম্পন্ন বোলার নেই যিনি বিশ্বকাপে ইংল্যান্ডের পেসবান্ধব উইকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের কাবু করে ফেলবেন। আছেন কেবল রুবেল হোসেন। প্রায়শই যার বল ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিবেগে দেখা যায়। এছাড়া বাকি চার পেসারই ১৩০-১৩৫ কিমি এর আশে পাশে ডেলিভারি দিয়ে থাকেন। বিষয়টি টাইগারদের পশ্চাৎপদতারই নামান্তর। তবে অভয় দিলেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার মতে, বিশ্বকাপ চলকালীন এসব সমস্যা কোনো সমস্যাই নয়। মাশরাফি যেহেতু আছেন, তিনিই সমাধান দেবেন।
সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আক্তারের চোখে এবারের বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা। তার অনুরূপ আশরাফুলও সেরার তালিকায় রেখেছেন নড়াইল এক্সপ্রেসকেই। ম্যাশের হাত ধরেই লাল সবুজের দল যাবতীয় সংকট উতরে যাবে বলে বিশ্বাস অ্যাশের।
শনিবার (২৭ এপ্রিল) হোম অব ক্রিকেট মিরপুরে তিনি একথা বলেন। আশরাফুল জানালেন, ‘যেই ধরনের উইকেটে খেলা হবে এবং আমাদের বোলারদের যেই গতি, এই জায়গায় মনে হয় আমরা একটু পিছিয়ে থাকব। আমাদের অধিকাংশ বোলারই, শুধু রুবেল ১৪০ কিমিতে বল করতে পারে, বাকিরা ১৩০-১৩৫ এইরকম। আমাদের একটা সুযোগ থাকবে যে মাশরাফি অধিনায়ক। কারণ সে সেরা অধিনায়ক। ভালো একটা লিডার থাকলে এইসব ছোটখাটো জিনিস গুলো কাটিয়ে উঠতে পারবে।’
মাশরাফির সঙ্গে সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটের এই বিগ ফাইভের হাত ধরেই প্রথমবারের মতো বিশ্বকাপে টাইগারদের সেমি ফাইনালের সম্ভাবনা দেখছেন অনেকেই। তবে আশরাফুলের মতে শুধুই সিনিয়ররাই নন, বৈশ্বিক মঞ্চে শেষ চারের পথ সুগম করতে হলে জুনিয়রদেরও দায়িত্ব নিতে হবে।
আশরাফুল যোগ করেন, ‘সিনিয়ররা যদি তাদের সেরাটা দিতে পারে এবং জুনিয়ররা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে, তাহলে ভালো কিছু আশা করতে পারি। কিন্তু ম্যাচ বাই ম্যাচ চিন্তা করলে একটু ডিফিকাল্ট। ওই ধরনের কন্ডিশনে আমাদের থেকে বাকি দল গুলো একটু বেটার টিম।’
অভিজ্ঞতার আলোকে এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ বাংলাদেশই। ৬ জন আছেন যারা ১০ বছরের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। প্রায় চার বছর ধরে খেলছেন এমন আছেন তিন জনের বেশি। তবে শুধু সিনিয়ররা থাকলেই চলবে না, শেষ চারে যেতে কমপক্ষে ৬টি ম্যাচ জিততেই হবে বলে মনে করিয়ে দিলেন অ্যাশ, ‘এটা নিয়ে আমরা ৬ নম্বর বিশ্বকাপ খেলতে যাচ্ছি। বিশ্বকাপের হিসেবে আমি বলব যে সবচেয়ে অভিজ্ঞ দল। পাঁচ জন ক্রিকেটার আছেন যারা ১২ বছরের ওপরে খেলছেন। যেহেতু এবারের ফরম্যাট একটু ভিন্ন, শেষ তিনটা বিশ্বকাপে কিন্তু সফল, আমরা তিনটা করে ম্যাচ জিতেছিলাম। কিন্তু এবারে যদি সেমিফাইনালে যেতে হয়, আমাদের কমপক্ষে ৫-৬টা ম্যাচ জিততে হবে। ’
সারাবাংলা/এমআরএফ/এমআরপি
** বিশ্বকাপের আম্পায়ারদের নাম ঘোষণা আইসিসির