Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিষিদ্ধ মাদক সেবনে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন হেলস


২৭ এপ্রিল ২০১৯ ১৫:০৪ | আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ১৫:০৫

বিশ্বকাপ দল ঘোষণার পরপরই নটিংহ্যামশায়ারের রয়্যাল লন্ডন কাপের দল থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। যেখানে বিশ্বকাপের মতো আসরে খেলা প্রতিটি ক্রিকেটারের জন্য স্বপ্ন পূরণের মতো, সেখানে নিজেদের দেশ আর নিজেদের দর্শকের সামনে হেলসের সরে যাওয়াটা বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবার নতুন খবরের শিরোনাম হয়েছেন হেলস।

ডোপ টেস্টে উতরাতে ব্যর্থ হয়েছেন তিনি। যার ফলে, ২১ দিনের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন ইংল্যান্ডের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে থাকা এই ব্যাটসম্যান। জানা গেল সাবেক ইংলিশ ক্রিকেটার মার্কাস ট্রেসকোথিক, জোনাথন ট্রটের মতো হেলসও মানসিক অবসাদে ভুগছেন। অবসাদ কাটাতে তিনি মাদকে আসক্ত হন। নিষিদ্ধ মাদক সেবন করার দায়ে তিন সপ্তাহের নিষেধাজ্ঞা জুটেছে হেলসের।

বিজ্ঞাপন

ইংলিশ মিডিয়ার গোঁমর ফাস হওয়াতে এখন জানা গেল, অবসাদ নয়, আসলে নিষিদ্ধ মাদক সেবন করার দায়ে তিন সপ্তাহের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন এই ওপেনার।

সম্প্রতি এক মাদক পরীক্ষায় ধরা পড়েন হেলস। দল ঘোষণার সময় ব্যাপারটি অজানা ছিল ইংল্যান্ডের নির্বাচকদের। দ্বিতীয়বার রুটিন পরীক্ষায় ধরা পড়েছেন হেলস। নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন ৩০ বছর বয়সী হেলস। নিষেধাজ্ঞার পাশাপাশি বার্ষিক বেতনের পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন পরই ইংলিশদের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন তিনি। বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগামী সপ্তাহে কার্ডিফে অনুশীলন শুরু করবে ইংল্যান্ড দল। তবে, তৃতীয় পরীক্ষাতেও ‘পজিটিভ’ প্রমাণিত হলে কঠিন শাস্তি পেতে হবে এর আগে ব্রিস্টলে মারামারির ঘটনায় নিষেধাজ্ঞার শাস্তি পাওয়া হেলসকে।

বিজ্ঞাপন

হেলসের শাস্তি কবে থেকে শুরু হয়েছে তা জানা যায়নি। ধারনা করা হচ্ছে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই দলের সঙ্গে ফিরবেন হেলস। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মে। উল্লেখ্য, ২৩ মে পর্যন্ত আইসিসির অনুমোদন ছাড়াই বিশ্বকাপ দলে সংযোজন-বিয়োজন আনতে পারবে যে কোনো দল।

বলে রাখা ভালো ২০১৩ সালে নিষিদ্ধ মাদক নিয়ে মারা গিয়েছিলেন সারের ক্রিকেটার টম মেয়নার্ড। তারপর থেকেই প্রতি মৌসুমের শুরু এবং শেষে সকল পেশাদার পুরুষ ক্রিকেটার এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সারাবাংলা/এমআরপি

** সর্বকালের সেরা আর ‘বাদ পড়াদের একাদশ’

অ্যালেক্স হেলস ইংল্যান্ড নিষিদ্ধ বিশ্বকাপ মাদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর